বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

প্রযুক্তি ও সংস্কৃতির দুরন্ত মেলবন্ধন

হাংঝউ: অপেক্ষার অবসান! শনিবার আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়ল এশিয়ান গেমসের। এবারের আসর চীনের হাংঝউয়ে। ওলিম্পিক স্পোর্টস সেন্টারে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন লাভলিনা বড়গোঁহাই ও হরমনপ্রীত সিং। মোট ৬৬৫ জন ভারতীয় প্রতিযোগী পদকের জন্য লড়বেন এশিয়াডে। তবে মার্চপাস্টে অংশ নিলেন ১০০জন। টেনিস দলের থেকে ছিলেন যেমন একমাত্র রামকুমার রমানাথন। পুরুষদের দেখা গেল গলাবন্ধ জ্যাকেট, কুর্তা ও নীল প্যান্টে। আর মহিলারা পরেছিলেন খাকি রংয়ের শাড়ি। হরমনপ্রীত, লাভলিনারা মঞ্চে প্রবেশ করতেই ‘জয় হিন্দ’ ধ্বনিতে মুখরিত হল গ্যালারি।
২০০৮ সালের বেজিং ওলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান মানুষের মনে রয়েছে এখনও। এদিনের উদ্বোধনীতেও চমকের অভাব ছিল না। প্রযুক্তি ও সংস্কৃতি মিলেমিশে একাকার। আরও তাৎপর্যপূর্ণ হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও পরিবেশবন্ধু টেকনোলজির মেলবন্ধন। বড় পর্দায় এশিয়া মহাদেশের কৃষ্টিও উপস্থাপিত করা হল নজরকাড়া দক্ষতার সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল ‘টাইডস সার্জিং ইন এশিয়া’। সেই থিমের সঙ্গে মানানসই অনুষ্ঠান হল দু’ঘণ্টা ধরে। নিজেদের সঙ্গে গোটা বিশ্বের সংস্কৃতিকেও সুন্দর ভাবে ফুটিয়ে তুলল চীন। এশিয়ার সংস্কৃতিকেও তুলে ধরা হল আলাদা করে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং থ্রি ডি প্রযুক্তি দারুণ ভাবে ব্যবহার করা হল। আলোর শোয়ে ঝলক দেখা গেল লেজারের, যাতে বিভিন্ন নকশা, ঝরনা ফুটে উঠল স্টেডিয়ামে। হাংঝউয়ের ওলিম্পিক স্পোর্টস সেন্টারে জমকালো এই অনুষ্ঠানের সূচনা করেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং।
এবার এশিয়াডে ৪৫টি দেশের ১২ হাজারেরও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেছেন। চার বছর আগের এশিয়াডে ১১ হাজারের সামান্য বেশি অ্যাথলিট ছিলেন। দু’বছর আগে টোকিও ওলিম্পিকসেও ছিলেন ১১ হাজার প্রতিযোগী। আর পরের বছর প্যারিস ওলিম্পিকসে সম্ভাব্য প্রতিযোগীর সংখ্যা ১০,৫০০। এবারের আসর সেজন্যই বৃহত্তম। ভারতীয় প্রতিযোগীদের ঘিরে বেড়েছে প্রত্যাশাও। ২০১৮ সালের জাকার্তা এশিয়াডে ১৬টি সোনা সহ ৭০টি পদক এসেছিল।

24th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ