বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ভবানীপুরকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল মহমেডান স্পোর্টিং

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: 

মহমেডান- ২       :     ভবানীপুর-১
(ডেভিড-২)             (জিতেন মুর্মু)

এই ডেভিডকে রুখবে কে? ম্যাচের ৬৩ মিনিটে তাঁর দ্বিতীয় গোলের পরেই মহমেডান স্পোর্টিং গ্যলারিতে জ্বলে উঠল তুবড়ি। আর ম্যাচ শেষে রংমশাল জ্বালিয়ে উৎসবে মেতে উঠলেন সাদা-কালো সমর্থকরা। মিজো স্ট্রাইকারের জোড়া গোলে ভর করে শনিবার সুপার সিক্সের ম্যাচে ভবানীপুরকে ২-১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ দলের হয়ে স্কোরশিটে নাম তুললেন জিতেম মুর্মু। এই জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুদৃঢ় করল মহমেডান স্পোর্টিং। 
ভবানীপুরের বিরুদ্ধে জয় অবশ্য সহজে পায়নি চেরনিশভ-ব্রিগেড। গত তিনদিনের বৃষ্টিতে মাঠের অবস্থা বেহাল। তাছাড়া রঞ্জন চৌধুরির দল এদিন যথেষ্ট লড়াকু ফুটবল উপহার মেলে ধরে। রক্ষণ ও মাঝমাঠ জমাট রেখে খেলা শুরু করে ভবানীপুর। তবে মিনিট ১৫ পরে ক্রমশ আধিপত্য বিস্তার করে মহমেডান। প্রথম গোল ১৭ মিনিটে। স্যামুয়েলের পাস থেকে জাল কাঁপান ডেভিড (১-০)। পিছিয়ে পড়ে আক্রমণের চাপ বাড়ায় ভবানীপুর। সুফল মেলে ৩১ মিনিটে। বাঁ প্রান্ত থেকে সুভাষ সিংয়ের মাইনাস পেয়ে লক্ষ্যভেদে ভুল হয়নি জিতেন মুর্মুর (১-১)। তবে প্রথমার্ধের শেষলগ্নে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ভবানীপুর। বক্সের মধ্যে অরিজিৎ বাগুইকে ফাউল করেন গণেশ বেসরা। কিন্তু এই ঘটনা রেফারি প্রাঞ্জল ব্যানার্জির নজর এড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল মহমেডান স্পোর্টিংয়ের। লালরেমসাঙ্গার পাস পেয়ে জাল কাঁপান সুযোগসন্ধানী ডেভিড (২-১)। এরপর সমতা ফেরানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ ভবানীপুরের জিতেন-সাবিথরা। 
এদিকে, রাহুল পাশোয়ানের দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে সুপার সিক্সের অপর ম্যাচে খিদিরপুরকে ৩-০ গোলে হারাল ডায়মন্ডহারবার এফসি। ১৩ ম্যাচ খেলে তাদের সংগৃহীত পয়েন্ট ৩২। তাদের সামনে এখন একমাত্র মহমেডান স্পোর্টিং। 
মহমেডান স্পোর্টিং: পদম, করণ, দীপু, ইরশাদ, জুডিকা, স্যামুয়েল, লালরেমসাঙ্গা (ডেনজিল), গণেশ (ফৈয়াজ),  তন্ময়, অভিজিৎ (উইলিয়াম) এবং  ডেভিড।

24th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ