বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মহমেডানের জয়ের নায়ক ডেভিড

শিবাজী চক্রবর্তী, কলকাতা 

মহমেডান- ২        :        ইস্ট বেঙ্গল-১
(ডেভিড-২)                               (নন্দকুমার)

জল, কাদা আর ঘামে শরীরে লেপ্টে গিয়েছে সাদা-কালো জার্সি। ঝকঝকে হাসিতে শিশুর সারল্য। ম্যাচ শেষে মিনি ডার্বির নায়ক ডেভিডকে ঘিরে উদ্দাম সেলিব্রেশনে মেতেছিলেন মহমেডান সমর্থকরা। মিজো স্ট্রাইকারের জোড়া লক্ষ্যভেদে ভর করেই ঘরোয়া লিগে পাঁচ বছর পর মশাল নেভাল সাদা-কালো ব্রিগেড। এই দুরন্ত জয় মাকে উৎসর্গ করলেন ডেভিড। তাঁরই দাপটে খেতাব জয়ের হ্যাটট্রিকের দিকে পা বাড়িয়ে ফেলল আন্দ্রে চেরনিশভের দল। এই মুহূর্তে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে মহমেডান স্পোর্টিং। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ল ইস্ট বেঙ্গল।
গত মরশুমে সুপার কাপ থেকে আইজলের ডেভিডকে স্পট করেন সাদা-কালো কর্তারা। লিগের প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন তিনি। এদিন টপ ফর্মের জেজের স্মৃতি উস্কে দিলেন ম্যাচের নায়ক। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই লিড নিল মহমেডান। ডানদিক থেকে রেমসাঙ্গার অসাধারণ ক্রসে ঠিক সময়ে পা ছুঁইয়ে জাল কাঁপালেন ডেভিড (১-০)। ৩৮ মিনিটে ২-০। এবার বাঁ দিক থেকে আদিঙ্গার মাইনাস। ছোট্ট টোকায় কমলজিতকে হার মানানোর সঙ্গেই লিগে ১৭তম লক্ষ্যভেদ সেরে ফেললেন তিনি। প্রথমার্ধে বিকাশ-ডেভিডদের গতি সামলাতে ত্রাহি ত্রাহি রব উঠল লাল-হলুদ রক্ষণে। কমলজিত দু’বার সামাল না দিলে ব্যবধান আরও বাড়ত।
বিরতির পর জেসিন-বিষ্ণুদের নামিয়ে অল-আউট আক্রমণে এলেন বিনো। পড়ে পাওয়া পেনাল্টিতে নন্দ ব্যবধান কমালেও হার বাঁচল না (২-১)।  শক্তি বাড়াতে সিনিয়র দলের একগাদা ফুটবলারকে খেলানোই কাল হল। ছন্দ তো নষ্ট হলই, অতুল-মোবাশিররা পাল্লা দিয়ে খারাপ খেললেন। বানপ্রস্থে পা বাড়ানো সুহেরদের দিয়ে এই ম্যাচ জেতা যায় না।
ইস্ট বেঙ্গল: কমলজিৎ, রাকিপ, আদিল (গুরসিমরাত), অতুল, নিরঞ্জন, সুহের (রোসাল), মোবাশির, ভান্সপাল (শৌভিক), মহীতোষ (বিষ্ণু), নন্দ ও অভিষেক (জেসিন)।
মহমেডান স্পোর্টিং: পদম, আঙ্গুসানা (ডেটল), জুডিকা, দীপু, ইরশাদ, বিকাশ (ফৈয়াজ), রেমসাঙ্গা (গণেশ), তন্ময়, ডেভিড, স্যামুয়েল (অভিজিৎ) ও আদিঙ্গা।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ