বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

খেতাব ধরে রাখতে মরিয়া ফেরান্দো

নজরে থাকবেন: জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, আর্মান্দো সাদিকু, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আশিস রাই, লিস্টন কোলাসো।
শক্তি: দলে একাধিক তারকা ফুটবলারের উপস্থিতি। গতবার ফেরান্দো ব্রিগেডের খেতাব জয়ের পেছনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, মনবীর সিং, বিশাল কাইথরা। এবার জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, সাহাল আব্দুল সামাদদের অন্তর্ভুক্তি দলের শক্তি আরও বাড়িয়েছে। মাঝমাঠে হুগো বোমাস ছন্দে থাকলে বিপক্ষ চাপে পড়তে বাধ্য। এছাড়া আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতে একাধিক কঠিন ম্যাচ বের করার ব্যাপারে সিদ্ধহস্ত কোচ ফেরান্দো। ডুরান্ড কাপের সাফল্যই তার প্রমাণ।
দুর্বলতা: গতবার রক্ষণ বারবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল স্প্যানিশ কোচের। এবারও একই সমস্যায় ভুগতে হতে পারে। প্রীতম কোটাল দল ছাড়ায় স্কোয়াডে নেই কোনও স্বদেশি সেন্ট্রাল ডিফেন্ডার। ব্রেন্ডন হামিলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। লেফট উইং ব্যাক পজিশনেও শুভাশিসের বিকল্প নেই।
কোচের মুখে: মোহন বাগান সবসময় খেতাব জয়ের লক্ষ্যেই মাঠে নামে। তবে প্রতিদিন জেতা সম্ভব নয়। লক্ষ্য ধারাবাহিক ফুটবল মেলে ধরা। কামিংস, দিমিত্রি, বোমাসের মতো বিদেশি ফুটবলাররা দলের সম্পদ। তবে ভারতীয় ফুটবলারের অবদান অস্বীকার করার জায়গা নেই। 
ফর্মেশন: ৩-৫-২।
সম্ভাবনা: খেতাব জয়ের অন্যতম দাবিদার। আপফ্রন্টে কামিংস-দিমিত্রি-সাদিকুরা যে কোনও রক্ষণের ত্রাস হয়ে উঠতে পারেন।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ