বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মেয়েদের খেতাবি লড়াইয়ে ইগা-মুচোভা
ফাইনালে জকোভিচ-রুড দ্বৈরথ

প্যারিস: রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে মাত্র এক কদম দূরে নোভাক জকোভিচ। শুক্রবার ফরাসি ওপেনের সেমি-ফাইনালে কার্লোস আলকারাজকে চার সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিলেন জোকার। তবে শীর্ষ বাছাই স্প্যানিশ তরুণের বিরুদ্ধে তৃতীয় বাছাই সার্বিয়ানের জয় মোটেই অপ্রত্যাশিত নয়। টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ছন্দে রয়েছেন জকোভিচ। খেতাবি লড়াইয়ে ওঠার পথে আলকারাজকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। রবিবার ফাইনালে নোভাকের প্রতিপক্ষ কাসপার রুড। এদিন শেষ চারের অপর লড়াইয়ে নরওয়ের এই যুবক স্ট্রেট সেটে হারিয়েছেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-০।
শুক্রবার প্রথম দুই সেটে অবশ্য জোকারকে কড়া চ্যালেঞ্জ জানান আলকারাজ। কিন্তু, দ্বিতীয় সেটের শেষ দিকে ঊরুতে চোট পেয়ে দমে যান স্প্যানিশ তরুণ। সেই সুযোগে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা ৬-১-এ তৃতীয় সেট জিতে নেন। এরপর আলকারাজের যন্ত্রণা আরও বাড়লে তাঁকে বিরতি নিয়ে শুশ্রুষা করাতে হয়। তারপর ফের খেলা চালিয়ে গেলেও সার্বিয়ান তারকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আলকারাজ। 
অন্যদিকে, শনিবার প্যারিসের ক্লে-কোর্টে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ইগা সুইয়াটেক ও ক্যারোলিনা মুচোভা। ফারাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই ইগার সামনে শিরোপা ধরে রাখার হাতছানি। রোলাঁ গারোয় ২০২০ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন তিনি। তাছাড়া যুক্তরাষ্ট্র ওপেনও  জিতেছেন একবার। পক্ষান্তরে মুচোভা এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন। গত বছর ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন চেক প্রজান্ত্রের টেনিস খেলোয়াড়টি। এবার তাঁর সামনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ