বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ইন্টারকন্টিনেন্টাল কাপ
আজ সুনীলদের সামনে মঙ্গোলিয়া

ভুবনেশ্বর: মঙ্গোলিয়া ম্যাচ দিয়ে শুক্রবার কন্টিনেন্টাল কাপে অভিযান শুরু করছে ভারত। ভুবনেশ্বরে টুর্নামেন্টের উদ্বোধনী  ম্যাচে লেবাননের প্রতিপক্ষ ভানুয়াতু। সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় ম্যাচে নামবে ইগর স্টিমাচের দল। ফিফা ক্রম তালিকায় ভারতের (১০১) চেয়ে অনেকটাই পিছিয়ে (১৮৩) মঙ্গোলিয়া। তবুও প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছেন না ভারতীয় দলের কোচ। বরং প্রথম ম্যাচের আগে সতর্কতার মোড়কে গুটিয়ে রাখলেন নিজেকে। স্টিমাচ বলেছেন, ‘প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। ফুটবলারদের কাছে এই টুর্নামেন্ট নিজেদের প্রমাণের বড় মঞ্চ’। পাশাপাশি অধিনায়ক সুনীল ছেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ক্রোট কোচ। কন্টিনেন্টাল কাপে ১১ টি গোল রয়েছে ‘মেন ইন ব্লুজ’ অধিনায়কের। টুর্নামেন্টের একমাত্র হ্যাটট্রিকও তাঁর ঝুলিতে। স্টিমাচ বলছেন, ‘সুনীল ভারতীয় ফুটবলের রোলমডেল। প্রকৃত নেতা। নিজের পারফরম্যান্স দিয়ে বারবার সেটা দেখিয়েছে ছেত্রী। প্রস্তুতি শবিরে সক্ষমতার পাঁচ ধরনের পরীক্ষা হয়েছিল।  দলের সেরা পারফরমারদের মধ্যে সুনীলও রয়েছে।’ প্রথম ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ভারত অধিনায়ক। মনে করা হচ্ছে  আগামীবছর এএফসি এশিয়ান কাপের পরেই অবসর নিতে পারেন সুনীল। মঙ্গোলিয়া ম্যাচের আগে স্টিমাচের তুরুপের তাস অবশ্য আপাতত কন্টিনেন্টাল কাপেই ফোকাস করছেন। সুনীল বলেছেন, ‘এশিয়ান কাপ এখনও অনেক দূরে রয়েছে। আপাতত সামনের তিনটি ম্যাচ নিয়েই ভাবছি।’ এদিকে আসন্ন স্যাফ কাপের জন্য পাকিস্তান দলকে ভারতে আসার সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। ২১ জুন বেঙ্গালুরুতে স্যাফে মুখোমুখি হবে ভারত-পাক।

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ