বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

প্রাক্তনদের প্রশ্নের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট
অশ্বিন বাদ, অবাক সৌরভ

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়া কিছুতেই মানতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। লাঞ্চের সময় সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন অধিনায়ক সাফ বলেছেন, ‘ঘটনা ঘটে যাওয়ার পর তা নিয়ে বলা আমার পছন্দ নয়। কারণ, অধিনায়ককে টস হওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হয়। ভারত চারজন পেসার নিয়ে খেলবে বলে ঠিক করেছে। গত কয়েক বছরে চার পেসারে খেলেই সাফল্য এসেছে। প্রচুর টেস্ট জিতেছে ভারত। প্রত্যেক ক্যাপ্টেনের ভাবনাচিন্তা আলাদা। রোহিত শর্মা আর আমার ভাবনাতেও মিল নেই। আমি ক্যাপ্টেন হলে অশ্বিনের মতো স্পিনারকে প্রথম এগারোর বাইরে রাখতে পারতাম না।’
একা সৌরভ নন, এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও। তিনি বলেছেন, ‘অশ্বিন না থাকায় আমি বেশ অবাক। অস্ট্রেলিয়া দলে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি। আমার মনে হয়, পিচের ঘাস ও সিম বোলারদের জন্য মজুত মুভমেন্ট দেখে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অশ্বিনের ব্যাটের হাত ভালো। ফলে ও দলে থাকলে ব্যাটিং গভীরতা বাড়ত। আগের তুলনায় অশ্বিন এখন অনেক পরিণতও।’ একই সুরে মাইকেল ভন টুইট করেছেন, ‘অশ্বিনকে না খেলানো মস্ত বড় ভুল।’
কেন খেলানো হল না তারকা অফস্পিনারকে? অধিনায়ক রোহিতের ব্যাখ্যা, ‘অশ্বিনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত খুব কঠিন। ও আমাদের ম্যাচ-উইনার। তবে কন্ডিশনের কথা মাথায় রেখে দলের পক্ষে যা সেরা সেটাই করা হয়েছে।’ যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং সাফ বলেছেন, ‘বিপক্ষ দলে এত বাঁহাতির উপস্থিতি সত্ত্বেও অশ্বিনকে না খেলানোয় আমি অবাক। মনে হচ্ছে, ভারত শুধু প্রথম ইনিংসের কথা মাথায় রেখে এমন রণকৌশল সাজিয়েছে। ভুললে চলবে না, খেলাটা কিন্তু চারটি ইনিংসের!’

8th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ