বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বার্সেলোনায় নয়, মেসি
খেলবেন ইন্তার মায়ামিতে

মাদ্রিদ: অতি বড় অন্ধভক্তও হয়তো খবরটা শুনে খুশি হতে পারবেন না! মিডিয়ার রিপোর্ট, আসন্ন মরশুমে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্তার মায়ামির জার্সি গায়ে চাপাতে চলেছেন লায়োনেল মেসি। বার্সেলোনা কিংবা আল হিলাল নয়। জানা গিয়েছে, বুধবারই পরবর্তী গন্তব্যস্থল চূড়ান্ত করে ফেলেন আর্জেন্তাইন মহাতারকা। সরকারি ভাবে অবশ্য এখনও কোনও ঘোষণা হয়নি। তবে নাটকীয় কোনও পটপরিবর্তন না হলে, ইউরোপ ছেড়ে আমেরিকান লিগে দেখা যাবে সাতবারের ব্যালন ডি’ওর জয়ী মেসিকে।
আশ্চর্যের বিষয় হল, বিপুল অর্থের প্রলোভনে মেসি যে দলে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, সেটি এখন এমএলএস পয়েন্ট টেবিলের পূর্বাঞ্চল গ্রুপে সবার নীচে রয়েছে। ১৬ ম্যাচে ইন্তার মায়ামির সংগ্রহ মাত্র ১৫ পয়েন্ট। এমন এক ক্লাবে মেসির যোগ দেওয়ার খবরে হতবাক অনেকেই। প্রশ্ন উঠছে, শুধুই কি অর্থের জন্য এই ক্লাবে যোগ দিলেন লিও? হয়তো তাই। জানা গিয়েছে, পিএসজি ছাড়ার পর মেসির প্রথম পছন্দ ছিল বার্সেলোনা। তবে কাতালন ক্লাবটির উদাসীনতায় কিছুটা বিরক্ত হয়েই ইন্তার মায়ামির পথে পা বাড়াতে চলেছেন তিনি। আর গোটা বিষয়টার জন্য বার্সা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তেকে কাঠগোড়ায় তুলছেন মেসি অনুরাগীরা। দু’বছর আগে যেভাবে তাঁকে প্রিয় দল ছাড়তে বাধ্য করা হয়েছিল, এবারও তেমনই কিছুর আশঙ্কায় আগেভাগে বিকল্প ক্লাবের কথা ভেবে রাখেন লিও। উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছরের ইউরোপিয়ান ক্লাব ফুটবল কেরিয়ারে সব ট্রফিই উঠেছে তাঁর ঝুলিতে। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ। তবে এবার এক নতুন চ্যালেঞ্জ নিয়ে মেজর লিগ সকারে নাম লেখাতে চলেছেন এলএমটেন।

8th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ