বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ছেলেদের মাটিতে পা
রাখার পরামর্শ পেপের

ম্যাঞ্চেস্টার: চলতি মরশুমে ইতিমধ্যেই প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ঘরে তুলেছে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্তার মিলানকে হারিয়ে ত্রিমুকুট জয়ের হাতছানি সিটিজেনদের সামনে। তবে ইউরোপ সেরার লড়াইয়ে ব্যর্থতার দীর্ঘ ইতিহাস কিছুটা হলেও চিন্তায় রাখছে নীল ম্যাঞ্চেস্টারকে। শেষ এক দশকে প্রতিবারই নক-আউট পর্ব থেকে বিদায় নিয়েছে ম্যান সিটি। দু’বছর আগে চেলসির কাছে ফাইনালে হারের জ্বালা আজও তাজা ডি ব্রুইন-গুন্ডোগানদের স্মৃতিতে। কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য অতীতের ফলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। সাফ জানালেন, ‘আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে মাঠে নেমে সেরাটা মেলে ধরতে হবে। গত কয়েক বছর ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে দল। তবে চ্যাম্পিয়ন্স লিগের আসরে বারবার তাল কেটেছে। এবার সুযোগ রয়েছে ইউরোপ সেরা হওয়ার। সেই লক্ষ্যেই আমাদের এগতে হবে। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয় ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টি সঞ্চার করতে পারে। এমনটা হলে চলবে না। সাফল্য-ব্যর্থতার যাবতীয় রেকর্ড ভুলে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। তার জন্য বাস্তবের মাটিতে পা রাখাটা খুবই জরুরী।’
এফএ কাপ জয়ের উৎসব সেরে মঙ্গলবার থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়েন হালান্ড-ফোডেনরা। সিটি ফুটবলারদের সঙ্গে দেখা করতে অনুশীলনে হাজির ছিলেন প্রাক্তন ফরাসি তারকা থিয়েরি অরিঁ। এদিকে, চোটের জেরে শনিবার অনিশ্চিত দলের অন্যতম ভরসা কাইল ওয়াকার। কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য আশা ছাড়ছেন না।

8th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ