বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রোহিত শর্মার সমালোচনায়
ফারুক ইঞ্জিনিয়ার

 

লন্ডন: ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল ভারত। ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ফারুক ইঞ্জিনিয়ার। প্রথম ইনিংসে খেলেছিলেন ৫৯ রানের ঝকঝকে ইনিংস। সেই গ্রাউন্ডেই এবার বসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। প্রিয় স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ের প্রথম দিনের খেলা দেখতে উপস্থিত ছিলেন ৮৫ বছর বয়সি ফারুকও। টস জিতে ফিল্ডিং নেওয়ার জন্য রোহিত শর্মার সমালোচনায় মুখর তিনি। প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘টস জিতে রোহিতের ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা আমার মাথায় ঢুকছে না। হয়তো ভাবছিল, সুবজ পিচে অজি বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের কঙ্কালসার চেহারা না বেরিয়ে পড়ে!’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল। এই প্রসঙ্গে ফারুক ইঞ্জিনিয়ারের মন্তব্য, ‘আমরা যখন খেলতাম, দিনে ৫০ টাকা করে উপার্জন করতাম। আইপিএলের সুবাদে ক্রিকেটারদের এখন অনেক টাকা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষতিকারক প্রভাব যাতে টেস্টের উপর না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য লাল বলের ক্রিকেট আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আইসিসি-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। ভারতীয় হিসেবে অবশ্যই চাইব, এবার ভারত চ্যাম্পিয়ন হোক। তবে ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য অন্তত একটা গা ঘামানোর ম্যাচ খেললে ভালো হতো।’ পাশাপাশি দুরন্ত ফর্মে থাকা শুভমান গিলেরও প্রশংসা করেছেন ফারুক। তাঁর কথায়, ‘শুভমান খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। সম্প্রতি স্বপ্নের ছন্দে রয়েছে। ক্রিকেটীয় শট খেলেও যে টি-২০’তে বড় স্কোর করা যায়, তা দেখিয়ে দিয়েছে।’

8th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ