বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দেশের হয়ে ‘টেস্ট সেঞ্চুরি’ই লক্ষ্য স্টার্কের

লন্ডন: গত দু’মাস বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলে ব্যস্ত ছিলেন। কোটিপতি লিগে খেলার আনন্দই যে আলাদা। তবে উজ্জ্বল ব্যতিক্রম মিচেল স্টার্ক। তাঁর কাছে জাতীয় দলই সেরা পছন্দ। তাই তো ১৬ বছরে মাত্র দু’টি মরশুম আইপিএল খেলেছেন তিনি। আপাতত স্টার্কের লক্ষ্য, দেশের হয়ে ১০০টি টেস্ট খেলা। এদিন তারকা পেসারটি জানালেন, ‘জীবনে অর্থ অবশ্যই প্রয়োজন। তবে দেশের জার্সিতে খেলার আনন্দ অন্য কোথাও নেই। তাই অনেক সময় বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই। ব্যাগি গ্রিন টুপি পরে একশোটি টেস্ট খেলতে চাই। জানি না, ততদিন নিজেকে ধরে রাখতে পারব কিনা। তবে চেষ্টা তো চলবেই।’
গত এক দশকের বেশি সময় দেশের জার্সিতে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন স্টার্ক। ৭৭ টেস্টে ৩০৬টি উইকেট পেয়েছেন তিনি। পাশাপাশি ১১০টি একদিনের ম্যাচে ২১৯ ও ৫৮টি টি-২০ ম্যাচে ৭৩টি শিকার রয়েছে তাঁর ঝুলিতে। তবে চোটের কারণে গত কয়েকটি মরশুমে কিছুটা হলেও স্টার্কের পারফরম্যান্সে ভাঁটার প্রভাব সুস্পষ্ট। স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। কিন্তু গুরুত্ব দেননি। এই মুহূর্তে তাঁর লক্ষ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে জেতানো। এই প্রসঙ্গে স্টার্কের মন্তব্য, ‘গত কয়েক বছর আগেও এই সব বিষয়কে গুরুত্ব দিতাম। তবে এখন আর গায়ে মাখি না। সাফল্য না এলে সমালোচনা শুনতে হবে। এটাই বাস্তব। বুধবার শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেকে উজাড় করে দিতে হবে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ। রোহিত-ব্রিগেডকে বিন্দুমাত্র সুযোগ দেওয়া চলবে না।’

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ