বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বোল্যান্ডের উপর ভরসা কামিন্সের

লন্ডন: জস হ্যাজলউড ছিটকে গেলেও একেবারেই চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং পরিবর্ত পেসার স্কট বোল্যান্ডের উপর ভরসা রাখছেন তিনি। কামিন্স বলেছেন, ‘এখানকার কন্ডিশনে বোল্যান্ডের সুবিধা হবে। ও এমন একজন সিম বোলার যে কিনা ক্রমাগত পরীক্ষায় ফেলে ব্যাটারকে। এই বছরেই ভারতে সিরিজের প্রথম টেস্টে ও খেলেছিল। এবং পাটা উইকেটেও নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছিল। পিচে সাহায্য মজুত থাকলে ওকে খেলা খুবই কঠিন। তাই ওর উপর ভরসা রাখছি।’
ডিউক বল হাতে দৌড়ে আসার জন্য তর সইছে না কামিন্সেরও। অজি অধিনায়কের কথায়, ‘সপ্তাহজুড়ে আবহাওয়া খুব ভালো পেয়েছি। সকালে যদিও একটু মেঘলা ছিল। তবে পিচে ঘাস রয়েছে। জোরে বোলাররা তাই উপভোগ করবে বোলিং।’ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কামিন্স। তাঁর মন্তব্য, ‘শেষ টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিল গ্রিন। ওর মতো ক্রিকেটারকে দলে পাওয়া একজন ক্যাপ্টেনের কাছে বিলাসিতা। পঞ্চম বোলার হিসেবে যত খুশি ওভার করতে পারে ও। নিয়মিত উইকেটও নেয়। ইংল্যান্ডের বেন স্টোকস দেখিয়েছে যে টপ সিক্সে এমন ধরনের অলরাউন্ডার থাকলে তা কতটা তফাত গড়ে দেয়।’
ভারতের মুখোমুখি হওয়ার আগে কোনও গা-ঘামানো ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। তবে কামিন্স প্রস্তুতি নিয়ে খুশি। তাঁর কথায়, ‘সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি আমরা। যেভাবে তৈরি হয়েছি, তাতে খুশি।’

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ