বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

টেস্টে বিশ্বসেরার মুকুট দখলের লড়াই আজ ওভালে
পেসাররাই বাড়তি সুবিধা পাবেন, ধারণা হিটম্যানের

লন্ডন: ২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর কেটে গিয়েছে দীর্ঘ এক দশক। একাধিকবার কাছাকাছি পৌঁছলেও, চূড়ান্ত সাফল্য অধরাই। তবে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই খরা কাটানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। খেতাবি লড়াইয়ে নামার আগে নেতা রোহিত শর্মাও সাফ জানিয়ে দিলেন, জয় ছাড়া অন্য কোনও ভাবনাকে প্রশ্রয় দিচ্ছেন না তিনি। হিটম্যানের কথায়, ‘প্রত্যেক অধিনায়কই ম্যাচ জিততে চায়। আর গুরুত্বপূর্ণ ম্যাচ হলে তো কথাই নেই। আমিও তার ব্যতিক্রম নই। জয়ের লক্ষ্যেই তো খেলতে নামা। ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ানোর আগে দেশকে একটি বা দুটো ট্রফি দিতে চাই।’
রোহিতের সংযোজন, ‘দলের প্রত্যেকে জানে, গত কয়েক বছরে আমরা কী অর্জন করতে পেরেছি, আর কী পারিনি। টি-২০ বিশ্বকাপের সময়ও আমাকে আইসিসি ট্রফির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তখনও বলেছিলাম, সেরাটা মেলে ধরতে আমরা বদ্ধপরিকর। তবে ট্রফির ব্যাপারে খুব বেশি ভেবে নিজেদের উপর চাপ বাড়াতে চাইছি না। প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। এবার মাঠে তা বাস্তবায়িত করতে হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের টিম কম্বিনেশন কী হবে? এই প্রশ্নের উত্তরে হিটম্যানের বক্তব্য, ‘মঙ্গলবার উইকেট দেখে মনে হল, পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে। তাছাড়া শুনছি, আকাশে কালো মেঘের দাপাদাপি থাকবে। এখানে দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটে। সেই দিকটাও মাথায় রাখতে হবে। ওভালে খেলার অভিজ্ঞতা থেকে বলছি, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট সহজতর হয়। শেষের দিকে রিভার্স সুইংও দেখা যেতে পারে।’ তাহলে কি রবিচন্দ্রন অশ্বিনকে বেঞ্চে বসে কাটাতে হবে? রোহিতের কথায়,  ‘আমি একবারও বলিনি যে, অশ্বিন খেলবে না। স্কোয়াডের ১৫ জনকেই তৈরি থাকতে বলা হয়েছে। ম্যাচের আগেই প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
গতবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মাঠে নামবে রোহিত-ব্রিগেড। এই প্রসঙ্গে ক্যাপ্টেনের মন্তব্য, ‘অস্বীকার করার জায়গা নেই, গতবার ফাইনালে আমরা কয়েকটা ভুল করেছিলাম। তারই খেসারত দিতে হয়েছিল। আশা করি, এবার সেই ভুলের পুনরাবৃত্তি হবে না।’ তবে আইপিএলের পর অধিকাংশ ক্রিকেটারই পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি। বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব ফাইনালে পড়তে পারে।

মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
ম্যাচ      ভারত জয়ী      অস্ট্রেলিয়া জয়ী      ড্র     টাই

১০৬         ৩২               ৪৪     ২৯    ১
দু’দেশের সিরিজে তিন সর্বাধিক রানের মালিক:

শচীন তেন্ডুলকর- ৩৬৩০  রিকি পন্টিং- ২৫৫৫ রান
ভিভিএস লক্ষ্মণ- ২৪৩৪ রান

দু’দেশের সিরিজে তিন সর্বাধিক উইকেট শিকারী:
 নাথান লিয়ঁ- ১১৬  রবিচন্দ্রন অশ্বিন- ১১৪
অনিল কুম্বলে- ১১১

ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার পরিসংখ্যান:

১৪ টেস্টে ভারতের জয় ২, হার ৫, ড্র ৭।
৩৮ টেস্টে অস্ট্রেলিয়ার জয় ৭, হার ১৭, ড্র ১৪।

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ