বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ওভালের ইতিহাসে চিন্তিত নন কামিন্স

লন্ডন: ওভালে গত ৫০ বছরে দুটোর বেশি টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। সার্বিকভাবে এই মাঠে তাদের জয়ের হার মাত্র ১৪ শতাংশ। তবে সেই ইতিহাস মাথায় রাখতে নারাজ অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘ওই ৫০টার মধ্যে আমার এই দল খুব বেশি টেস্ট খেলেনি। ওভালে অ্যাসেজের কয়েকটা টেস্টে অংশগ্রহণ করেছি। সেই ম্যাচগুলিতে আমাদের বেশ কয়েকজন রান করেছে। বোলাররা গতি-বাউন্স পেয়েছে। তাই অসুবিধা হবে না।’
অজি ক্রিকেটারদের বেশিরভাগই ম্যাচের মধ্যে ছিলেন না। তবে তা খুব একটা সমস্যা হবে না বলেই মত কামিন্সের। তাঁর কথায়, ‘বিশ্রাম পাওয়া আমাদের কাছে বিরল ঘটনা। অ্যাসেজের সিরিজ ধরলে সামনে ছ’টা টেস্ট খেলতে হবে। তাই ক্রমাগত খেলে ক্লান্ত হয়ে পড়ার চেয়ে ম্যাচের অভাবে কম তৈরি হওয়া আমার মতে অপেক্ষাকৃত ভালা। বোলারের দৃষ্টিকোণ থেকে বলব যে, সব সময় শারীরিকভাবে তরতাজা থাকতে চাই। তবে দেশে আমরা প্রচুর ঘাম ঝরিয়েছি। ফাইনালে প্রত্যেকে সেরাটা উজাড় করে দিতে তৈরি।’ ভারতকে অবশ্য রীতিমতো গুরুত্ব দিচ্ছেন কামিন্স। অজি অধিনায়কের কথায়, ‘ঘরের মাঠে বরাবর আমরা শক্তিশালী দল। একমাত্র ভারতই পরপর দু’বার আমাদের দেশে এসে টেস্ট সিরিজ জিতেছে। ফলে ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আবার আইপিএলের আক্রমণাত্মক মেজাজই তুলে ধরতে চাইছেন ফাইনালে। কোটিপতি লিগের সদ্যসমাপ্ত আসরে ১৬ ইনিংসে ১৬০ স্ট্রাইক রেটে ৪৫২ রান করেছেন তিনি। তার মধ্যে ৪৭ বলে সেঞ্চুরিও রয়েছে। গ্রিন সাফ বলেছেন, ‘ইংল্যান্ড যে আগ্রাসনের সঙ্গে ক্রিকেট খেলে, আমিও সেভাবেই খেলতে চাইছি। গত বছর টেস্টে আমি অনেক বেশি রক্ষণাত্মক ছিলাম। এবার আমি কিন্তু রানের চেষ্টায় থাকব। এখন জানি, গতবার কোনটা ঠিক করেছি আর কোনটা ভুল। সেই শিক্ষা কাজে লাগিয়ে দ্রুত মানিয়ে নিতে চাইছি কন্ডিশনের সঙ্গে।’

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ