বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

গুজব উড়িয়ে লড়াই জারি রাখার
কঠোর বার্তা সাক্ষী-ভিনেশদের

নয়াদিল্লি: সোমবার সকালে হঠাৎই একটি খবরে নড়েচড়ে বসে ভারতীয় ক্রীড়ামহল। শোনা যায়, শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপন বৈঠকের পর আন্দোলনের পথ থেকে সরে দাঁড়িয়েছেন সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। এমনকী, এই দুই কুস্তিগির নাকি প্রতিবাদের পথ ছেড়ে শীঘ্রই কর্মক্ষেত্রে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর চাউর হয়ে যায়। এর ফলে আন্দোলনকারী বাকি কুস্তিগিরদের মধ্যে তৈরি হয় অস্থিরতা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই গোটা বিষয়কে গুজব বলে উড়িয়ে দেন সংশ্লিষ্ট দুই কুস্তিগির।
এক সাক্ষাৎকারে সাক্ষী জানান, ‘এটা ঠিক যে আমরা অমিত শাহর সঙ্গে দেখা করেছি। তবে সেটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের দাবির কথা ওঁর কাছে তুলে ধরেছি। পাশাপাশি নিজেদের কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে এর সঙ্গে প্রতিবাদের মঞ্চ ছেড়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ ওলিম্পিকসে পদকজয়ী তারকা সেই সঙ্গে যোগ করেন, ‘অনেকে বলছেন, কুস্তি ফেডারেশনের সভাপতির হাতে নির্যাতিতা নাবালিকা মেয়েটি নাকি এফআইআর তুলে নিয়েছে। একথা পুরোপুরি মিথ্যা। আসলে আমাদের লড়াই বানচাল করার জন্যই এমন সব গুজব রটানো হচ্ছে। আবারও বলছি, কোনও কিছুতেই আমরা পিছু পা হাঁটব না। অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’ অনড় বার্তা দিয়েছেন আর এক প্রতিবাদী কুস্তিগির ভিনেশ ফোগাটও। তিনি বলেছেন, ‘যারা কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, আমাদের পদকের মূল্য নাকি বড়জোর ১৫ টাকা, তারাই এখন আমাদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবে আবারও বলছি, জীবন বাজি রেখে হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি চাকরি ছাড়তে হয়, তবে সেই কঠিন সিদ্ধান্তে পৌঁছতেও এক সেকেন্ড ভাবব না।’
ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালাচ্ছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। কিন্তু বিষয়টিকে আমল দেয়নি সরকার বা প্রশাসন। উল্টে আন্দোলনকারীদের উপর চড়াও হয় দিল্লি পুলিস। ভেঙে দেওয়া হয় প্রতিবাদীদের ধর্না মঞ্চ। তবে কোনওভাবেই যে তাঁদের রোখা যাবে না, তা সোমবার আরও একবার স্পষ্ট করে দিলেন সাক্ষীরা।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ