বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দাপটে কোয়ার্টার ফাইনালে জকোভিচ

প্যারিস: রোঁলা গাঁরোয় ফের সহজ জয় নোভাক জকোভিচের। স্ট্রেট সেটে ম্যাচ জিতে সার্বিয়ান তারকা হাসতে হাসতে পৌঁছে গেলেন ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে। সেন্টার কোর্টে রবিবার জোকারের প্রতিপক্ষ ছিলেন পেরুর জুয়ান পাবলো ভ্যারিলাস। দু’ঘণ্টারও কম সময়ে জুয়ানকে পরাস্ত করলেন তৃতীয় বাছাই জকোভিচ। খেলার ফল ৬-৩, ৬-২, ৬-২। ২৭ বছরের প্রতিপক্ষকে একবারের জন্যও মাথা তুলতে দেননি জকোভিচ। এই নিয়ে মোট ১৭ বার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড গড়লেন জোকার। শেষ আটের লড়াইয়ে রাশিয়ার কারেন খাচানভের মুখোমুখি হবেন তিনি। চলতি প্রতিযোগিতায় খাচানভও রয়েছেন দারুণ ফর্মে। তবে জকোভিচ যেন নাদালের অনুপস্থিতির ফায়দা তুলতে বদ্ধপরিকর। সর্বাধিক ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদাল এবং জকোভিচ উভয়েই রয়েছেন সমবিন্দুতে। নিজের তৃতীয় ফরাসি ওপেন জিতে রাফাকে পিছনে ফেলতে মরিয়া সার্বিয়ান কিংবদন্তি। 
কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের একনম্বর কার্লোস আলকারাজও। এদিন তিনি ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারাল ইতালির লোরেঞ্জো মুসেট্টিকে। যা সূচি, তাতে সেমি-ফাইনালে জকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেনের ২০ বছর বয়সি তারকার।
মহিলাদের সিঙ্গলসে ক্যারোলিনা মুচোভা স্ট্রেট সেটে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নিলেন। রবিবার তিনি হারালেন এলিনা আভানেশিয়ানকে। ম্যাচের ফল ৬-৪, ৬-৩। শেষ আটের লড়াইয়ে মুচোভা মুখোমুখি হবেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার।

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ