বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রংবেরঙের বলে অভিনব
অনুশীলন ভারতের

পোর্টসমাউথ: নানা রঙের দিনগুলি নয়, নানা রঙের বলগুলি! কোনওটার রং সবুজ, কোনওটা হলুদ। আর লাল রঙের বল তো আছেই। ওভালে ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বিভিন্ন রঙের রবারের বলে অনুশীলন সারছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে সেটা স্রেফ ফিল্ডিংয়ের ক্ষেত্রে। ব্যাটিং বা বোলিং প্র্যাকটিস চলছে লাল ডিউকেই।
কেন ফিল্ডিং অনুশীলনের এমন অভিনব পন্থা? জানা গিয়েছে, শেষ মুহূর্তে বলের গতিবিধি পাল্টালেও যাতে ক্যাচ ফস্কে না যায়, সেজন্যই এমন প্রস্তুতি। সাধারণত, উইকেটকিপার ও ক্লোজ-ইন ফিল্ডারদের ক্যাচের অনুশীলনে লন টেনিসের বল ব্যবহার করা হয়। কিন্তু অরুণডেল মাঠে দেখা গেল রবারের বলেই চলছে ফিল্ডিংয়ের ড্রিল। স্লিপ পজিশেনে দাঁড়িয়ে সবুজ বলে ক্যাচ ধরছেন শুভমান গিল, চেতেশ্বর পূজারারা। হলুদ বলও ব্যবহৃত হচ্ছে মাঝেমধ্যে। তবে গলি ক্রিকেটে যে রবারের বল ব্যবহার করা হয় তার সঙ্গে এই বলগুলোর তফাত রয়েছে। আসলে এগুলো শুধু ফিল্ডিং ড্রিলের জন্যই তৈরি। এদের নাম ‘রিঅ্যাকশন বল’। প্রধানত ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে ব্যবহার করা হয় এই বলগুলো। যেখানে খুব ঠান্ডা এবং জোরালো হাওয়া বয়, সেখানেই সাধারণত অনুশীলন করা হয় এই বলে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও জাতীয় শিবিরে ফিল্ডিং কোচ হিসেবে অংশ নেওয়া একজনের মতে, ‘ইংল্যান্ডের আর্দ্রতা ও সবুজ আউটফিল্ডের কারণে স্বাভাবিকের থেকে বল নড়ার সম্ভাবনা বেশি। যার ফলে ক্যাচ ধরতে অসুবিধা হয়। আর ডিউক বল তো আরও বেশি নড়ে। রিঅ্যাকশন বলে ক্যাচ প্র্যাকটিস করলে এক্ষেত্রে উপকার মেলে। হাল্কা হওয়ার ফলে এর মুভমেন্ট খুব বেশি। আর বিভিন্ন রঙের বল ব্যবহারের ফলে আই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বাড়ে।’
এদিকে, সাদা বলের ক্রিকেটের দুরন্ত ফর্ম লাল বলের ঘরানায় বজায় রাখাই চ্যালেঞ্জ অজিঙ্কা রাহানের। ফাইনালে নামার আগে মুম্বইকর যথেষ্ট আত্মবিশ্বাসী। আইপিএলের আগ্রাসী মানসিকতা থেকে টেস্টে মানিয়ে নিতে অসুবিধা হবে না বলেই জানিয়েছেন তিনি। রাহানে বলেছেন, ‘১৮-১৯ মাস পর জাতীয় দলে ফিরতে পেরে খুশি। আমার কাছে এটা স্পেশ্যাল। আইপিএলের ফর্ম ধরে রাখাই এখন আমার লক্ষ্য। টি-২০ ফরম্যাট থেকে টেস্টের আসরে সড়গড় হওয়া নিয়ে বিশেষ ভাবছি না। যেভাবে ব্যাট করছি, তাতে আমি সন্তুষ্ট। জটিলতা বাড়াতে চাইছি না। দৃষ্টিভঙ্গি যত সহজ রাখব, তত সুবিধা হবে। আমার কাছে এটা আবেগের মুহূর্ত। বাদ পড়ার পর পরিবার যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা মনোবল বৃদ্ধি করেছে।’

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ