বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

টেস্টে অবসরের
দিন ঘোষণা ওয়ার্নারের

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রাক্কালে বড় ঘোষণা ডেভিড ওয়ার্নারের। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সি তারকা ব্যাটসম্যান। দিনক্ষণও জানিয়ে দিলেন তিনি। আগামী বছরের গোড়ায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার। শনিবার অনুশীলনের ফাঁকে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেরাটা মেলে ধরতে চাই। তারপর লক্ষ্য থাকবে অ্যাসেজে ভালো খেলা। আগামী বছরের শুরুতে রয়েছে পাকিস্তান সফর। যদি সুযোগ পাই, তবে সেটাই হবে লাল বলের ক্রিকেটে আমার শেষ সিরিজ। হ্যাঁ, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাব।’
২০১১ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১০৩টি টেস্ট। ৪৫.৫৭ গড়ে করেছেন ৮ হাজার ১৫৮ রান। রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরি। বাঁ হাতি তারকার সংযোজন, ‘আমি সর্বদাই বলে এসেছি, যতদিন খেলব সেরাটা মেলে ধরায় কোনও রকম খামতি রাখব না। তাই বাইশ গজে শেষদিন পর্যন্ত রান করে যেতে হবে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলে পাকাপাকিভাবে ব্যাট-প্যাড তুলে রাখব ভেবেছি। সেই মতো নিজেকে তৈরি রাখতে হবে। তাই তার আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।’ কেরিয়ারের শেষ পর্বে ওয়ার্নারের খেলাতেও বয়সের ছাপ স্পষ্ট। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং পর্যন্ত তাঁকে অবসরের চিন্তাভাবনার পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত বিদায়ের দিনক্ষণ জানিয়েই দিলেন তারকা ওপেনার। তবে আসন্ন ডব্লুটিসি ফাইনালে ওয়ার্নারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে অস্ট্রেলিয়া। সদ্যসমাপ্ত আইপিএলে তিনি রানের মধ্যে ছিলেন। ভারতীয় বোলারদেরও ভালোমতোই জানেন তিনি।

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ