বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

উইকেটরক্ষকের চর্চায় শাস্ত্রীরা

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেটকিপার হিসেবে কে খেলবেন, তা নিয়ে চলছে জোরদার চর্চা। শ্রীকর ভরত নাকি ঈশান কিষান, আলোচনা তুঙ্গে। প্রাক্তন জাতীয় কোচ রবি শাস্ত্রীর মতে, ‘ক’জন স্পিনার খেলানো হচ্ছে, তার উপর নির্ভর করছে কিপিং নিয়ে সিদ্ধান্ত। যদি দু’জন স্পিনার খেলানো হয়, তবে শ্রীকর ভরত খেলবে। আর একজন স্পিনার খেলানো হলে ঈশান কিষানই দলে আসবে।’ 
নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান এমএসকে প্রসাদ অবশ্য অন্য মত পোষণ করেন। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত একেবারেই সোজা। অবশ্যই খেলবে ভরত। এমন কিপার দরকার যে ১০০ ওভার মাঠে থাকতে পারবে। এটা টেস্ট ম্যাচ। সেই আঙ্গিকে ভাবতে হবে। ভরত এর আগে টেস্ট খেলেছে। ও পরীক্ষিত। ইংল্যান্ডে ভারত ‘এ’ দলের হয়েও খেলেছে। তাই সম্ভবত ভরতকেই খেলানো হবে।’ প্রসাদ নিজেও ছিলেন কিপার। তাঁর মতামত সেজন্যই গুরুত্ব পাচ্ছে। 
প্রথম এগারো নিয়ে আগাম সিদ্ধান্ত না নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধও করেছেন এমএসকে প্রসাদ। ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘সেবার আমরা দুই স্পিনার ও তিন পেসারে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই। কিন্তু বৃষ্টি হওয়ার পরও সেই সিদ্ধান্তেই অনড় থাকি। অথচ, পরিকল্পনা পাল্টানো উচিত ছিল। তা না করে আমরা আগে থেকে ঠিক করা কম্বিনেশনেই আস্থা রেখেছিলাম। এবার ওভালে দল গড়ার সময় তাই পিচ ও কন্ডিশনকে গুরুত্ব দেওয়া হোক। আমরা জানি না পাঁচদিন ধরে পিচ ও কন্ডিশন কেমন থাকবে। তাই আগে থাকতে কিছু ঠিক করা উচিত হবে না। পরিস্থিতি বুঝে ক্রিকেটীয় যুক্তি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হোক।’ এদিকে, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।

3rd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ