বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ওলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামকে
পাঁচ গোলের মালা পরাল ভারত

লন্ডন: হকি প্রো লিগে চমক দিল ভারত। ওলিম্পিকসে সোনাজয়ী বেলজিয়ামকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত সিংরা। নতুন কোচ ক্রেগ ফুলটনের কোচিংয়ে এটাই প্রথম জয় ভারতের। লন্ডনে প্রো লিগের প্রথম পর্বে বেলজিয়ামের কাছে ১-২ গোল পরাস্ত হয়েছিল দল। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধেও হারতে হয় ২-৪ গোলে। কিন্তু ফিরতি লেগে দুরন্ত প্রত্যাঘাত টিম ইন্ডিয়ার। বিশ্বের দু’নম্বর বেলজিয়ানদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন হরমনপ্রীত, দিলপ্রীতরা। লন্ডনে শুক্রবারের ম্যাচে শুরুতেই গোল তুলে নেয় ভারত। ১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন বিবেক প্রসাদ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে, ম্যাচের ২০ মিনিটে ২-০ করেন ক্যাপ্টেন হরমনপ্রীত। পেনাল্টি কর্ণার থেকে দলকে এগিয়ে দেন তারকা এই ড্র্যাগ ফ্লিকার। আট মিনিটের মধ্যে ফের গোল। এবার ৩-০ করেন অমিত রোহিদাস। পরের মিনিটেই পেনাল্টি কর্ণার পায় ফুলটনের দল। গোল করতে ভুল করেননি হরমনপ্রীত (৪-০)। তবে ৪৫ মিনিটে ঘিসলেইনের গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। অবশ্য ৫৯ মিনিটে হেভিওয়েট প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দিলপ্রীত সিং। বেলজিয়ামকে হারিয়ে প্রো লিগে অক্সিজেন পেয়ে গেল ক্রেগ ফুলটনের দল। শনিবার ফের ব্রিটেনের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত সিংরা। 

3rd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ