বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সাক্ষী-ভিনেশদের প্রতিবাদ জারি, অভিযুক্তের বিরুদ্ধে ক্রমশ বাড়ছে জনরোষ
কুস্তিগিরদের সমর্থনে ৮৩’র বিশ্বকাপ জয়ীরা

নয়াদিল্লি: এবার সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের পাশে দাঁড়ালেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। এর আগে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনিল কুম্বলে, ইরফান পাঠানরা প্রতিবাদী কুস্তিগিরদের হয়ে সরব হয়েছিলেন। শুক্রবার ৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বলা হয়েছে, ‘কুস্তিগিরদের সঙ্গে গত রবিবার পুলিস যে ব্যবহার করেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। ভুলে গেলে চলবে না, প্রচুর ঘামরক্ত ঝরিয়ে ওলিম্পিকস গেমসে পদক ছিনিয়ে নিয়েছেন এই কুস্তিগিররা। কিন্তু সেই গর্বের পদক যদি তাঁরা গঙ্গায় ভাসিয়ে দেন তাহলে তা দেশ ও দশের লোকসান। তাই অভিমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত যেন তাঁরা না নেন।’ তবে সমর্থনকারীদের এই দলে নেই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তথা বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। বিজেপি সরকারের প্রিয় পাত্র ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো মন্তব্য করে নিজের পিঠ বাঁচাতে চেয়েছেন।
বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের মন্তব্য, ‘আমি একা কোনও বক্তব্য রাখিনি। দল হিসেবেই কুস্তিগিরদের পাশে দাঁড়ানো হয়েছে।’ এদিন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আরও দু’টি এফআইআর দায়ের করেন ভিনেশরা। হেনস্তার দশটি ঘটনার স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এতদিন পুলিসের বক্তব্য ছিল, ব্রিজভূষণের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তাই গ্রেপ্তার করা সম্ভব নয়। এরপরই শুক্রবার নতুন এফআইআর দায়ের করেন কুস্তিগিররা। অন্যদিকে, বৃহস্পতিবার   বিজেপি’র দুই সাংসদ কুস্তিগিরদের সমর্থনে বক্তব্য রেখেছিলেন। মুখ খুলেছিলেন মানেকা গান্ধীও।

কী আছে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআরে
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের দায়ের করা এফআইআরে অন্তত ১০টি শ্লীলতাহানির ঘটনার উল্লেখ রয়েছে।
অভিযোগ এনেছেন ছয়জন প্রাপ্তবয়স্কা ও একজন নাবালিকা কুস্তিগির। নথিভুক্ত হয়েছে তাঁদের বয়ান।
সম্মতি ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এছাড়া ভয় দেখানো এবং প্রলোভন দেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে এফআইআরে।
দায়ের হয়েছে দু’টি পৃথক এফআইআর। প্রথম এফআইআরে ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগিরের নির্দিষ্ট অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। দ্বিতীয় এফআইআরটি এক নাবালিকা কুস্তিগিরের বাবার অভিযোগের ভিত্তিতে করা হয়েছে।
রুজু হয়েছে ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৩৪ ধারা। অপরাধ প্রমাণিত হলে এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে ব্রিজভূষণের। 
নাবালিকা কুস্তিগিরের বাবার দায়ের করা অভিযোগে বলে হয়েছে, ব্রিজভূষণ তাঁর মেয়েকে ক্রমাগত যৌন হেনস্থা করতেন।
ছয়জন প্রাপ্তবয়স্ক মহিলা কুস্তিগিরের অভিযোগ, ফিটনেস পরীক্ষার অজুহাতে তাঁদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতেন অভিযুক্ত ফেডারেশন সভাপতি।

3rd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ