বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ডিউক বলে প্রস্তুতি
নিয়ে এসেছি: অক্ষর

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার দলের প্রত্যেকে অনুশীলনে উপস্থিত ছিলেন। আপাতত কোচ রাহুল দ্রাবিড়ের লক্ষ্য, ক্রিকেটারদের টি-২০ ক্রিকেটের হ্যাংওভার কাটিয়ে টেস্ট ক্রিকেটের মোড়কে মুড়ে ফেলা। আগামী ৭ জুন শুরু ফাইনাল। অর্থাৎ, প্রস্তুতির জন্য আর মাত্র পাঁচদিন হাতে সময় পাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই অল্প সময়ের মধ্যে কতটা লাল বলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা, তা নিয়ে সংশয় থাকছেই। দলের অন্যতম সদস্য অক্ষর প্যাটেল অবশ্য সাফ জানিয়েয়েছেন, পুরো প্রস্তুতি নিয়েই তাঁরা লন্ডনে এসেছেন। আইসিসি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এই বাঁহাতি অলরাউন্ডার জানান, ‘সাদা বলের ফরম্যাট থেকে লাল বলে মানিয়ে নেওয়াটা সবসময় চ্যালেঞ্জের। তা মাথায় রেখেই আইপিএল চলাকালীন আমরা লাল বলে প্রস্তুতি সেরেছি। ডিউকস বলে টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে, এটা কারও অজানা ছিল না। তাই ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং স্টাফের সঙ্গে পরামর্শ করেই অনুশীলনে লাল বলও ব্যবহার করি।’
টেস্টে মূলত এসজি বল ব্যবহৃত হয়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ডিউকস বলে। তাই শুধু টি-২০ থেকে টেস্ট ফরম্যাটেই নিজেদের মানিয়ে নেওয়া নয়, একই সঙ্গে বলের ব্যবহারের ক্ষেত্রেও ধাতস্থ হতে হবে ভারতীয় ক্রিকেটারদের। অক্ষর প্যাটেলের মন্তব্য, ‘যে কোনও পরিবর্তনের জন্য দক্ষতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও থাকা প্রয়োজন। তা সাদা থেকে লাল বল হোক, কিংবা এসজি থেকে ডিউকস। পরিকল্পনামাফিক আমাদের সঠিক জায়গায় বল করতে হবে। এছাড়া ভারতের থেকে ইংল্যান্ডের পরিবেশ পুরোপুরি আলাদা। এখানে পেসাররা অনেক বেশি সাহায্য পাবে। আইপিএল প্লে-অফের ছাড়পত্র না পাওয়া দলের সদস্যরা অনেক আগেই এখানে পৌঁছেছে। তাই প্রস্তুতি নিয়ে কোনওরকম খামতি থাকার প্রশ্ন নেই। এখন শুধু লক্ষ্য, মাঠে নেমে সেরাটা মেলে ধরা।’

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ