বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দেশের নাগরিক হিসেবে
লজ্জা হচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধের পর বৃহস্পতিবার! কুস্তিগিরদের সমর্থনে ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনেশ-বজরংদের উপর অত্যাচারের প্রতিবাদে মোমবাতি জ্বালানোর কর্মসূচি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গোষ্ঠ পালের মূর্তি থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে পা মেলালেন লড়াকু জননেত্রী। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিভিন্ন ক্রীড়াসংস্থার প্রতিনিধি ও একঝাঁক প্রাক্তন ক্রীড়াবিদ। তবে বৃহস্পতিবার সিএবি’র কোনও কর্তাকে দেখা গেল না! সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি জানান, ‘বুধবার আমাদের প্রতিনিধি ছিল। তবে এদিনের কর্মসূচির ব্যাপারে কিছু জানতাম না।’ 
এদিনও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দিলেন মমতা। বললেন, ‘দেশের নাগরিক হিসেবে লজ্জা হচ্ছে। এমনিতেই আন্তর্জাতিক মঞ্চে ভারত খুব বেশি পদক পায় না। যে সমস্ত কুস্তিগিররা দেশকে গর্বিত করেছে, তারাই এখন লাঞ্ছিত, বঞ্চিত। এই অনাচার সহ্য করা করা যায় না। আন্তর্জাতিক কুস্তি সংস্থাও তো নির্বাসনের হুমকি দিয়েছে। তেমনটা হলে দায় কে নেবে?’ 
বৃহস্পতিবার বিকেলে গরমের দাবদাহ উপেক্ষা করে ময়দানে হাজির মুখ্যমন্ত্রী। সাদা স্করপিও থেকেই নেমেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাঁটা দেন গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে। কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানিয়ে বিক্ষোভ মঞ্চে আসেন। ততক্ষণে ময়দান চত্বর ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধিক্কার’ ধ্বনিতে গর্জে উঠেছে। মুখ্যমন্ত্রী মাইক্রোফোন হাতে নেওয়ার সঙ্গেসঙ্গে তা দ্বিগুণ হয়।  মঞ্চে দাঁড়িয়ে মমতার বক্তব্য, ‘অ্যাথলিটরা তো দেশের জন্যই মেডেল আনে। নায়কের সম্মানই তাঁদের প্রাপ্য। অথচ দেখুন ভারতের সেরা ক্রীড়াবিদরা রাস্তায় বসে কাঁদছে। কিন্তু নন্দলাল সরকার চুপ করে বসে আছে। সমস্যা সমাধান তো দূর অস্ত, উল্টে তাঁদের ভয় দেখাচ্ছে বিজেপি সরকার। তবে ওদের এভাবে দমাতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘কাল তো শুনলাম ওই বীরপুঙ্গব (ব্রিজ ভূষণ) পদত্যাগ করেছে। কিন্তু না, করেনি। ওকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। বিজেপি প্রতিটি জাতীয় ফেডারেশনের মাথায় নিজের কোনও না কোনও নেতা বসিয়ে রেখেছে।’
এদিন মুখ্যমন্ত্রী জানান, ব্রিজভূষণের গ্রেপ্তারি না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। তাঁর কথায়, ‘কুস্তিগিরদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওদের পরবর্তী পদক্ষেপের উপর নজর রেখে পরিকল্পনা নেব। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারাও প্রতিবাদে শামিল হন।’ এদিকে, এদিন বিক্ষোভ মঞ্চে বাংলার দুই কুস্তিগিরের ‘দঙ্গলে’রও আয়োজন করা হয়েছিল। পরে এই দু’জনের (নন্দন দেবনাথ ও রবি জয়সওয়াল) সঙ্গে  আলাদা করেও কথাও বলেন তিনি। এমনকী, তাঁদের চাকরি দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিক্ষোভে শামিল হয়েছিলেন গুরবক্স সিং, শ্যাম থাপা, দিব্যেন্দু বড়ুয়া, জয়দীপ কর্মকারের মতো প্রাক্তন ক্রীড়াবিদরা। মঞ্চে দাঁড়িয়ে শ্যাম থাপা বলেন, ‘কুস্তিগিরদের সঙ্গে যা হচ্ছে, তা নিন্দনীয়। অবিলম্বে সমস্যায় সমাধান হওয়া প্রয়োজন।’ দিব্যেন্দু বড়ুয়ার কথায়, ‘ওরা তো খুব শান্তভাবে বিক্ষোভ দেখাচ্ছিল। তা সত্ত্বেও অত্যাচারের শিকার হল।’

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ