বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সহজেই তৃতীয়
রাউন্ডে জকোভিচ

প্যারিস: ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে তিনি হারালেন হাঙ্গেরির মার্টন ফুকসোভিচকে। প্রথম সেটে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল জোকারকে। তবে শেষ দু’টি সেটে মার্টনকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান সুপারস্টার। খেলার ফল ৭-৬ (৭-২) ৬-০. ৬-৩। রাফাহীন ফরাসি ওপেনের ইউএসপি জকোভিচ। এই প্রতিযোগিতা তাঁর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনি ও নাদাল দাঁড়িয়ে একই বিন্দুতে। রাফার অনুপস্থিতিতে ফরাসি ওপেন জিতলে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন জোকার। তাই প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি না রেখেই প্যারিসে পা রেখেছেন তিনি। প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত তাঁর দাপট অব্যাহত। তবে বিতর্ক তৈরি হয়েছে জকোভিচের একটি রাজনৈতির মন্তব্য নিয়ে। আয়োজকরা তাঁকে এই বিষয়ে মুখ বন্ধ রাখার আবেদন জানিয়ছেন। মর্টনকে হারিয়ে সার্বিয়ার মহাতারকা বলেন, ‘আমার জন্য এই প্রতিযোগিতা বেশ নাটুকে হতে চলেছে।’ বৃহস্পতিবার ছেলেদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠলেন চতুর্থ বাছাই ক্যাসপার রুড। দ্বিতীয় রাউন্ডে জেপিয়েরির সঙ্গে তাঁর ম্যাচ গড়াল চতুর্থ সেটে। প্রথম দু’টি সেটে অপ্রতিরোধ্য রুডের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি ইতালির জেপিয়েরি। কিন্তু নরওয়ের রুডকে চাপে ফেলে তৃতীয় সেট জেতেন তিনি। এরপর চতুর্থ সেটের প্রারম্ভিক পর্বে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা চললেও শেষদিকে অভিজ্ঞতা সৌজন্যে ম্যাচ বের করেন রুড। তাঁর পক্ষে খেলার ফল ৬-৩, ৬-২, ৪-৬, ৭-৫। অপর খেলায় ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন রুনি।  অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই ইগা সুইয়াটেক সহজেই উঠলেন তৃতীয় রাউন্ডে। মার্কিন প্রতিপক্ষ লিউকে স্ট্রেট সেটে বশ মানান তিনি। ম্যাচ জিতলেন ৬-৪, ৬-০ সেটে। চতুর্থ বাছাই এলিনা রিবাকিনাও স্ট্রেট সেটে ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিলেন। লিন্ডা নাসকোভাকে তিনি হারান ৬-৩, ৬-৩ সেটে। 

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ