বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রানার্স পদক সমর্থকের হাতে তুলে দিলেন মরিনহো
রোমাকে হারিয়ে ইউরোপা
লিগ চ্যাম্পিয়ন সেভিয়া

সেভিয়া- ১                        :                 রোমা- ১
(মানচিনি- আত্মঘাতী)                          (ডেবালা)
টাই-ব্রেকারে ৪-১ ব্যবধানে জয়ী সেভিয়া

বুদাপেস্ট: ইউরোপিয়ান ফাইনালে অল-উইন রেকর্ড বজায় রাখতে ব্যর্থ হোসে মরিনহো। বুধবার ইউরোপা লিগের ফাইনালে লিড নিয়েও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল রোমাকে। টাই-ব্রেকারে শেষ হাসি হেসে সপ্তমবার খেতাব ঘরে তুলল সেভিয়া। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বেও স্কোরলাইনে কোনও পরিবর্তন ঘটেনি। শেষ পর্যন্ত পেনাল্টি শুট-আউটে বাজিমাত সেভিয়ার। গঞ্জালো মন্তিয়েলের শট জালে জড়াতেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ ক্লাবটি। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্তিনার হয়ে টাই-ব্রেকারে শেষ শটটি নিয়েছিলেন তিনি। ফাইনাল হেরে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোমার কোচ মরিনহো। এমনকী, তাঁর রানার্স পদক এক খুদে সমর্থকের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে মরিনহোর বক্তব্য, ‘আমি শুধু চ্যাম্পিয়ন পদক কাছে রাখি। রেফারি ম্যাচে হয়তো নিজেকে স্প্যানিশ মনে করছিলেন। তাঁর সিদ্ধান্তে পক্ষপাতিত্বের ছোঁয়া ছিল। এমন অনেক মুহূর্ত রয়েছে যা বদলানো যেত।’
শেষ দু’দশকে ইউরোপা লিগে একচ্ছত্র দাপট দেখিয়েছে সেভিয়া। গত ১৮ বছরে সপ্তমবার খেতাব ঘরে তুলল তারা। তবে বুধবার বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ইভান রাকিটিচদের। মরিনহোর প্রশিক্ষণে গত বছর ইউরোপা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয় রোমা। ইউরোপা লিগের আসরেও সেই সাফল্যের বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। শুরুটাও দারুণ হয় তাদের। ম্যাচের ৩৫ মিনিটে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দেন পাওলো ডিবালা। গিয়ানলুগি মানচিনির পাস ধরে বাঁপায়ের দুরন্ত শটে জাল কাঁপান আর্জেন্তাইন উইঙ্গার (১-০)। রোমা অবশ্য খুব বেশি সময় সেই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মানচিনির আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সেভিয়া (১-১)। এই পর্বে অনেক বেশি আক্রমণাত্মক দেখায় স্প্যানিশ ক্লাবটিকে। ৭৬ মিনিটে পেনাল্টি পায় তারা। তবে ভারের সহযোগিতায় সেই সিদ্ধান্ত বদলান রেফারি। পাল্টা ম্যাচের শেষলগ্নে রোমার এক পেনাল্টির আবেদন নাকচ করেন তিনি। এই সিদ্ধান্ত ঘিরে অসন্তোষ চেপে রাখেননি মরিনহো। চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। এরপর অতিরিক্ত সময়ে কোনও দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে টাই-ব্রেকারে প্রতিপক্ষের দু’টি শট রুখে ম্যাচের নায়ক সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। স্প্যানিশ ক্লাবটির হয়ে লক্ষ্যভেদে সফল লুকাস ওকাম্পাস, এরিক লামেলা, ইভান রাকিটিচ ও মন্তিয়েল। রোমার একমাত্র সফল শুটার ব্রেয়ান ক্রিস্তান্তে।

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ