বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এই লজ্জা প্রত্যেক
ক্রীড়াবিদের: সম্বরণ

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সাক্ষী। যার পরতে পরতে অভিমান, ক্ষোভের ছবিই ধরা পড়েছে। একদিকে হাজার ওয়াটের আলোয় মোতেরা রাত জাগছে ধোনির হাতে ট্রফি দেখার জন্য, অনদিকে রাজধানীতে দিল্লির পুলিসের চরম নির্যাতনের শিকার প্রতিবাদী কুস্তিগিররা। বাধ্য হয়ে তাঁদের বেছে নিতে হচ্ছে আমরণ অনশনের পথ। অনেকেই ভাবছেন, এই আন্দোলনে আমার কোনও লাভ নেই।  রাষ্ট্রের রোষানলে পড়ার ভয়ে মুখ লুকোচ্ছেন কেউ কেউ। সাক্ষী, বজরংয়ের দিকে তাকানোর সময় নেই তাঁদের। আর ক্রিকেট মহলের এমন উদাসীনতায় বেজায়  ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক তথা বাংলার শেষ রনজি জয়ী দলের অধিনায়ক সম্বরণ ব্যানার্জি। বললেন, ‘আসলে আমরা সবাই সুবিধাবাদী হয়ে পড়ছি। ভাবছি, এটা তো ওদের আন্দোলন। কিন্তু মনে রাখতে হবে, ক্রীড়াবিদদের একটাই ধর্ম। কোহলি-রোহিতরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে গোটা দেশ গর্বিত হবে। ঠিক তেমনই ওলিম্পিকসে ব্রোঞ্জ জিতে সাক্ষী দেশবাসীর আত্মবিশ্বাস বাড়িয়েছিল। কী করে ভুলব পোডিয়ামে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বজরং পুনিয়াকে? কিন্তু কী বিচিত্র এই দেশ! কুস্তিগিরদের চোর, ডাকাতদের মতো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিস। কী তাঁদের অপরাধ? অন্যায়ের সুবিচার চাওয়া। আমি কুস্তিগিরদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব। বুঝতে পারছি, কী নিদারুণ যন্ত্রণায় ভুগছে সাক্ষীরা। না হলে সাফল্যের সেরা স্মারক গঙ্গায় বিসর্জনের চেষ্টা করত না। এ তো স্বেচ্ছামৃত্যুরই শামিল। ১৯৬০ সালে নাগরিকের মৌলিক অধিকার ও রাষ্ট্রের দানবীয় আচরণের প্রতিবাদে ওহিও নদীতে মহম্মদ আলি ছুড়ে দিয়েছিলেন ওলিম্পিকসে জেতা সোনার পদক। সেই পথই অবলম্বন করতে চেয়েছিল সাক্ষীরা। এ লজ্জা প্রত্যেকের। চলুন, সবাই মিলে ওদের পাশি দাঁড়াই। ভয় পাওয়ার কিছু নেই। প্রতিবাদী কুস্তিগিররা আমাদেরই প্রতিনিধি। এখন চুপ করে থাকলে ভবিষ্যৎ কখনও ক্ষমা করবে না।’

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ