বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নির্বাসনের হুমকির
মুখে কুস্তি ফেডারেশন

নয়াদিল্লি: প্রশাসনের হাতে ভারতীয় কুস্তিগিরদের হেনস্তা নিয়ে এবার সরব আন্তর্জাতিক কুস্তি সংস্থা। আন্দোলনকারী ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের যেভাবে টানা হ্যাঁচড়া করে পুলিস ভ্যানে তোলা হয়েছে ও ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়েছে থানায়, তা একেবারেই মানতে পারছে না ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লুডব্লু)। আন্তর্জাতিক পদকজয়ীদের এমন দুর্দশা দেখে গর্জে উঠেছে তারা। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে ভারতের কুস্তি ফেডারেশনকে (ডব্লুএফআই)। ৪৫ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে ইউডব্লুডব্লু জানিয়েছে, এর মধ্যে ফেডারেশনের নির্বাচন না করলে নির্বাসিত করা হবে ভারতকে। 
কুস্তিগিরদের আন্দোলনের দিকে শুরু থেকে তারা যে নজর রেখে এসেছে, তাও স্পষ্ট করে দিয়েছে ইউডব্লুডব্লু। ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও যে উদাসীনতা দেখিয়েছে প্রশাসন এবং সরকার, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউডব্লুডব্লু। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কুস্তিগিরদের তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখার ঘটনা রীতিমতো উদ্বেগজনক। এর তীব্র নিন্দা করছি। আমরা চাই, কুস্তিগিরদের তোলা অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করুক।’ আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছে ইউডব্লুডব্লু।
এদিকে, কুস্তিগিরদের হেনস্তা নিয়ে মুখ খুলেছে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটিও (আইওসি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কুস্তিগিরদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নিশ্চিত করা হোক তাদের সুরক্ষা।’

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ