বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চরমতম অমানবিক
আচরণ, মত সুব্রতর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বরাবরের প্রতিবাদী চরিত্র। আপোসহীন। সাদাকে সাদা , কালোকে কালো বলতে দু’বার ভাবেন না প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ওলিম্পিকস পদকজয়ীদের উপর পুলিসি বর্বরতায় অত্যন্ত ক্ষুব্ধ বাবলু। কোনও রাখঢাক না রেখেই বললেন, ‘এখানে তো রক্ষকই ভক্ষক। দেশ চালানোর অধিকার যাঁদের হাতে মানুষ দিয়েছে তাঁরাই ক্রীড়াবিদদের সম্মান দিতে জানেন না। খুবই দুর্ভাগ্যজনক। ভুলে গেলে চলবে না, সাক্ষীরা ওলিম্পিকস পদকজয়ী। গ্রেটেস্ট শো অন আর্থ-এ ব্রোঞ্জ জিততেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু তাদের মর্যাদা দেওয়ার সৌজন্য সরকারের নেই। রাজধানীর রাজপথে মহিলা কুস্তিগিরদের সম্মানহানির বিরুদ্ধে প্রত্যেকের তীব্র প্রতিবাদ জানানো উচিত। এভাবে চললে ভারত কোনওদিন বিশ্বের ক্রীড়া মানচিত্রে আলাদা জায়গা করে নিতে পারবে না।’ এখানেই শেষ নয়। টি-টোয়েন্টির মেজাজেই অনর্গল সুব্রত, ‘কোনও বিশেষ খেলার নাম করতে চাই না। কিন্তু আমাদের দেশে ওই একটি খেলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটাই সবচেয়ে বড় সত্যি। যতদূর জানি, মাত্র ১৫টি দেশ বোধহয় এই খেলায় অংশ নেয়। আর এই নিয়েই মেতে থাকে অনেকে। অন্য কোনও খেলার দিকে কারও নজর নেই। এয়ারকন্ডিশন ঘরে বসে কর্তারাও উদাসীন। এত বৈষম্য কেন? এভাবে চলতে পারে না।  বিতর্ক বাড়াতে চাই না। কিন্তু সব খেলার দিকে সমান দৃষ্টি দেওয়া উচিত। কীভাবে উন্নয়ন করা যায়, পরিকাঠামো গড়ে তোলা যায় তা ভাবা দরকার। কোথায় কী? তার বদলে ওলিম্পিকস কুস্তিগিরদের ব্রাত্য করে রাখা হচ্ছে। এতদিন ধরে একটা সমস্যা চলছে। কারও তাপ-উত্তাপ নেই। শুনেছিলাম, কুস্তিগিররা নিজেদের দাবি জানাতে ধর্না দিচ্ছে। কিন্তু সমাধানসূত্র বের করার কোনও চেষ্টা নেই। বদলে আমানবিক আচরণের মুখোমুখি হতে হচ্ছে ভিনেশদের। মহিলা কুস্তিগিরদের টেনে হিঁচড়ে পুলিস ভ্যানে তোলা হচ্ছে। অপরাধীদের সঙ্গেও তো এমন ব্যবহার করা হয় না। বিশ্বাস করুন, প্রচণ্ড বিরক্ত লাগছে। আবার বলছি, সবাই এগিয়ে আসুন। জনগণের প্রতিবাদের ঝড়ে উড়ে যাক যাবতীয় অশুভ শক্তি।’

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ