বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নতুন অধ্যায়, খুশি প্রাক্তনীরা

শিবাজী চক্রবর্তী, কলকাতা: এটিকে এখন শুধুই অতীত। শতাব্দীপ্রাচীন মোহন বাগানের অনুসর্গ এবার সুপার জায়ান্ট। ঐতিহাসিক মুহূর্তে আবেগপ্রবণ সবুজ-মেরুন সমর্থকরা। নতুন অধ্যায় শুরুর দিনে প্রতিক্রিয়া জানালেন তিন প্রাক্তনী। 
শিশির ঘোষ (শতবর্ষের অধিনায়ক): মোহন বাগান সুপার জায়ান্ট নামটা দারুণ। বেশ স্মার্ট। সমর্থকদের দাবি মেনে এটিকে সরিয়ে নেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে আন্তরিক ধন্যবাদ। এই ক্লাবে বহু বছর খেলেছি। শতবর্ষের ক্যাপ্টেনও ছিলাম। সমর্থকদের অফুরান ভালোবাসা পেয়েছি। মনে পড়ে, মোহন বাগান মাঠ থেকে লিগের ম্যাচ খেলে বের হওয়ার পর হাওড়া স্টেশনে ট্রেনে ওঠা পর্যন্ত সঙ্গে থাকতেন ওঁরা। সেই সব সোনালি দিন ভুলি কী করে? মোহন বাগান বরাবরের জায়ান্ট। আশা করব, ইস্ট বেঙ্গলও এবার ভালো দল গড়বে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে জমজমাট হবে ময়দান। ঐতিহ্য বজায় রেখে এভাবেই এগিয়ে যাক মোহন বাগান। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে হবে। সমর্থকদের মুখে হাসি ফোটানোই তো ফুটবলারদের কর্তব্য।
চিমা ওকেরি (মোহন বাগানের প্রথম বিদেশি): নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সবাইকে অভিনন্দন জানাই। তবে আমার কাছে সবুজ-মেরুন রংটাই শেষ কথা। এটাই আবেগ। এটিকে থাকল বা সুপার জায়ান্ট, তাতে আবেগের তারতম্য ঘটবে না। প্রথম জাতীয় লিগ জয়ের বিকেলটা খুব মনে পড়ছে। যুবভারতীতে সমর্থকদের উচ্ছ্বাস কোনওদিন ভোলার নয়। সদ্যসমাপ্ত মরশুমে মোহন বাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে আমার প্রিয় দল। ম্যানেজমেন্টকে অনুরোধ, তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার চেষ্টা করুন। জুনিয়র ফুটবল নিয়ে আরও কাজ হোক।
মহম্মদ আকবর (১৭ সেকেন্ডের গোলের  নায়ক): কলকাতা আমার সেকেন্ড হোম।  ময়দানে খেলেই পরিচিতি লাভ করেছি। ইডেন গার্ডেন্সে মোহন বাগান জার্সিতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে  ১৭ সেকেন্ডে গোলের কাহিনী মিথ হয়ে রয়েছে। সবুজ-মেরুন আমার হৃদয়ে। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান শুধু তো নাম নয়, প্রতিষ্ঠানও বটে। হায়দরাবাদে বসেই খবর পেয়েছি, এটিকে সরে যাওয়ায় সমর্থকরা খুবই খুশি। আমিও তাঁদের সুরেই গলা মেলাতে চাই।

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ