বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ইংল্যান্ডে মহারণের
মহড়া শুরু টিম ইন্ডিয়ার

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। নতুন প্র্যাকটিস জার্সিতে বিলেতে ভারতীয় দলের অনুশীলনের প্রথম দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বাকি সাপোর্ট স্টাফরা রয়েছেন বেশ খোশ মেজাজে। দুই পেসার শার্দূল ঠাকুর ও উমেশ যাদবকে মাঠে গা ঘামাতে দেখা যায়। নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়াই প্রধান চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেটারদের।
আগামী ৭-১১ জুন ওভালে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। গতবারও ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। তবে ফিরতে হয়েছিল খালি হাতে। বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডের বাধা টপকাতে পারেনি ভারত। এবার সেই আক্ষেপ মেটানোর সুযোগ রয়েছে। কোচ দ্রাবিড়ও ডব্লুটিসি ফাইনালকে পাখির চোখ করেছেন। তাই আইপিএলের মাঝেই ভারতীয় দলের সদস্যরা ধাপে ধাপে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন। আগেই পৌঁছেছিলেন উমেশরা। পরের ট্রিপে গিয়েছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ। রাহুল দ্রাবিড় সহ দলের বাকি সাপোর্ট স্টাফরাও গতকালই রানীর দেশে পা রাখেন। রোহিত, শুভমানদের ইংল্যান্ড সফর নির্ভর করছে দ্বিতীয় এলিমিনেটরের ফলাফলের উপর। 
তবে চোট সমস্যায় ভারতীয় দল বেশ জর্জরিত। আগেই ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ। এরপর আইপিএল খেলতে গিয়ে গুরুতর চোট পান লোকেশ রাহুল। তিনিও সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তাঁর পরিবর্তে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে ঢুকেছেন ঈশান কিষান। তবে শ্রীকর ভরতকে খেলানোর পক্ষেই সওয়াল করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভরতকেই খেলানো হয়েছিল। সেই নিরিখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওর খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া দেখতে হবে, উইকেটরক্ষক হিসেবে কে ভালো, ঈষান না ভরত? অনভিজ্ঞতার কারণেই ঈশানকে এত বড় মঞ্চে নামানো বেশ ঝুঁকির হতে পারে। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট ভরতকেই খেলাবে। খেলা যেহেতু জুনে, তাই ইংল্যান্ডের পিচেও বল ঘুরতে পারে। স্পিনারদের বিরুদ্ধে দক্ষ কিপারের প্রয়োজন সব সময়।’

26th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ