বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দুরন্ত হ্যাটট্রিক, গোলের সেঞ্চুরি পূর্ণ মেসির
সাত গোলে জয়ী আর্জেন্তিনা
 

বুয়েনস আইরেস: জাদুকর, অ্যালিয়েন, বিস্ময়কর! আর কী কী শব্দ ব্যবহৃত হতে পারে লায়োনেল মেসির জন্য? ভাণ্ডার প্রায় শেষ ধারাভাষ্যকারদের। মঙ্গলবার ঘরের মাঠে আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স ফুটবল শিল্পীর। দুরন্ত হ্যাটট্রিকে গোলের সেঞ্চুরি পূর্ণ করে আরও দু’কদম এগলেন তিনি। প্রতিপক্ষকে সাত গোলের মালা পরাল আর্জেন্তিনা। মেসি ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে নিকো গঞ্জালেস, এনজো ফার্নান্ডেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো মন্টিয়েল।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও এখন তা তারিয়ে তারিয়ে উপভোগে ব্যস্ত আর্জেন্তাইন সমর্থকরা। প্রতিটি খেলাই বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের মঞ্চ। শুরু থেকে শেষ পর্যন্ত মেসি-মেসি শব্দব্রহ্মে মুখরিত গ্যালারি। পানামার পর কুরাসাওয়ের বিরুদ্ধে জয়ের পরও সেই চেনা ছবি। অনুরাগীদের উৎসবে মেতেছেন মহানায়ক এবং তাঁর সহ-ফুটবলাররা। 
দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই একচ্ছত্র আধিপত্য ছিল আর্জেন্তিনার। তৃতীয় মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন লাওতারো মার্তিনেজ। ২০ মিনিটে মেসির পা থেকে গোলের মুখ খোলে। লো সেলসোর পাস ধরে বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ লিওর (১-০)। উল্লেখ্য, দেশের হয়ে এটি তাঁর শততম গোল। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো গঞ্জালসে (২-০)। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে থাকা কুরাসাওয়ের ভাঁড়ারে বিশ্ব চ্যাম্পিয়নদের রোখার পর্যাপ্ত রসদই ছিল না। ম্যাচের প্রতিটি মুহূর্তেই তা প্রমাণিত। ৩৩ মিনিটে ডানদিক থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান মেসি (৩-০)। দু’মিনিট পরেই বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ এনজোর (৪-০)। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি (৫-০)। দ্বিতীয়ার্ধের ম্যাচের চিত্র বদলায়নি। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল ডি মারিয়ার (৬-০)। আর নির্ধারিত সময়ে আগে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মন্টিয়েল (৭-০)।

আর্জেন্তিনা-৭                     :                  কুরাসাও-০
(মেসি-হ্যাটট্রিক, নিকো, এনজো, ডি মারিয়া, মন্টিয়েল) 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ