বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বুমরাহর যোগ্য বিকল্প জোফ্রা আর্চার,
মন্তব্য অধিনায়ক রোহিতের

মুম্বই: গত আইপিএল ভালো কাটেনি মুম্বই ইন্ডিয়ান্সের। ‘লাস্ট বয়’ হিসেবে শেষ করতে হয়েছিল রোহিত শর্মাদের। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রত্যাশার চাপ নিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে সূর্যকুমার যাদবদের। এই প্রসঙ্গে ক্যাপ্টেন রোহিত বলেছেন, ‘প্রত্যাশা থাকবেই। শুধু আইপিএল নয়, সব ক্ষেত্রেই এটা থাকে। তবে বহু বছর ধরে খেলার ফলে এটা গা সওয়া হয়ে গিয়েছে। আমরা এটা জানি, ট্রফি জিততে গেলে ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে। এই নিয়ে বেশি ভাবতে গেলে চাপ বাড়বে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। তাদের আগলে রাখাটাও আমার মতো সিনিয়রদের কাজ। আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবছি। প্রত্যেকের ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সবাই জানে, দল তাদের কাছ থেকে ঠিক কী চায়। অনেকের এটা প্রথম আইপিএল। তাই প্রত্যাশার চাপ থেকে তাদের দূরে রাখার চেষ্টা করতে হবে।’
চোটের কারণে এবারের আসরে খেলতে পারবেন না তারকা পেসার যশপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এটা নিঃসন্দেহে বড় ধাক্কা। তা নিয়ে অবশ্য বেশি ভাবতে রাজি নন হিটম্যান। তিনি বলেছেন, ‘বুমরাহ অনেক বড় মাপের বোলার। ওর অভাব পূরণ করা সত্যিই কঠিন। তবে জোফ্রা আর্চার ফিট হয়ে উঠেছে।  দুরন্ত গতিতে বল করতে পারে। আমার মনে হয়, বুমরাহর অভাব ঢেকে দেওয়ার যোগ্য ব্যক্তি জোফ্রাই। গতবার ও যখন চোটের কারণে খেলতে পারেনি, তখন বুমরাহকে এই দায়িত্বই পালন করতে হয়েছিল।’
এবারের আইপিএলে বেশ কিছু নিয়ম বদল হচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি চর্চা চলছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে। এই প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘এটা এক অভিনব সিদ্ধান্ত। ইমপ্যাক্ট প্লেয়ার কীভাবে ব্যবহার করা হবে, সেটা স্পষ্ট নয়। দু’একটা ম্যাচ যাওয়ার পর ছবিটা স্পষ্ট হবে। তবে এই ব্যাপারে দলের মধ্যে আলোচনা হয়েছে।’
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। খেলাটি হবে ২ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচের মূল আকর্ষণ রোহিত শর্মা ও বিরাট কোহলির ডুয়েল।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ