বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কেকেআরের বিরুদ্ধে প্রথম
ম্যাচে নেই লিভিংস্টোন
মিশন মোহালি, শনিবার প্রতিপক্ষ পাঞ্জাব কিংস

মোহালি: চোট সমস্যায় জর্জরিত পাঞ্জাব কিংস। আগেই ছিটকে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। তাঁকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এবার সমস্যা দেখা দিয়েছে লিয়াম লিভিংস্টোনকে ঘিরে। চোটের কারণে তিনিও দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। সবে সুস্থ হয়ে উঠেছেন। আইপিএল খেলতে তাঁর সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ইসিবি চাইছে লিভিংস্টোনের আরও একবার স্ক্যান করিয়ে নিশ্চিত হতে যে, তিনি পুরোপুরি ফিট। আর তাতেই তাঁর ভারতে আসা পিছিয়ে গিয়েছে। 
ঘরের মাঠে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ ছন্নছাড়া পাঞ্জাব কিংস। তারকা পেসার কাগিসো রাবাডা এখনও দেশের হয়ে খেলতে ব্যস্ত। নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁকেও পাবে না প্রীতি জিন্টার দল। তাই ক্যাপ্টেন শিখর ধাওয়ানের কাজটা বেশ কঠিন হবে। সেক্ষেত্রে জিম্বাবোয়ের সিকন্দর রাজা, শ্রীলঙ্কা ভানুকা রাজাপাক্ষেদের দায়িত্ব বাড়বে।
খুব একটা স্বস্তিতে নেই নাইট রাইডার্সও। শ্রেয়স আয়ার পিঠের ব্যথায় কাবু। তিনি কবে বাইশ গজে ফিরবেন, তা বলা কঠিন। তাই নতুন অধিনায়ক বেছে নিতে বাধ্য হয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি ব্যাটসম্যান নীতীশ রানা এবারের আইপিএলে নেতৃত্ব দেবেন নাইটদের। অতীতে এত বড় মঞ্চে কখনও অধিনায়কের দায়িত্ব না সামলালেও, নীতীশ রয়েছেন চাপমুক্ত। তাঁর কথায়, ‘বিগত কয়েক বছর ধরেই দলে গুরুদায়িত্ব পালন করে চলেছি। এখন সরকারিভাবে অধিনায়ক হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। তাতে আমি খুশি। তবে এটা বাড়তি কোনও চাপ নয়। বরং ব্যাপারটা উপভোগ করব।’
মোহালির পিচে পেসারদের প্রাধান্য দেখা যায়। সেই কারণে কেকেআর হয়তো তিন পেসার খেলাতে পারে। এক্ষেত্রে লকি ফার্গুসন, শার্দূল ঠাকুরের সঙ্গে উমেশ যাদবে ভরসা রাখতে পারেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে ওপেনিং জুটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। লিটন দাস দুরন্ত ফর্মে। কিন্তু তিনি বাংলাদেশের হয়ে খেলছেন। স্কোয়াডে যোগ দেবেন পরে। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ এবং এন জগদীশনও রয়েছেন দৌড়ে। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন জগদীশন। তাই তাঁর খেলার সম্ভাবনা প্রবল। পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করেছিলেন গুরবাজ। তাঁদের দু’জনকে ইনিংসের সূচনা করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। অতীতে ওপেন করেছেন বেঙ্কটেশ আয়ার, সুনীল নারিনও। তাই অনেক পথ খোলা কেকেআর টিম ম্যানেজমেন্টের সামনে।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ