বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বিরাটকে অহঙ্কারী মনে
হয়েছিল ডি’ভিলিয়ার্সের

 

বেঙ্গালুরু: বিরাট কোহলি-এবি ডি’ভিলিয়ার্সের বন্ধুত্বের কথা ক্রিকেটমহলে বহু চর্চিত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দীর্ঘ সময় ড্রেসিং-রুমে কাটিয়েছেন এই দু’জন। বাইশ গজে জুটি বেঁধে আরসিবিকে একাধিক কঠিন ম্যাচ জিতিয়েছেন তাঁরা। এমনকী, এবি অবসর নেওয়ার পরও তাঁদের বন্ধুত্ব অটুট। তবে বিরাটের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না প্রোটিয়া তারকার। ভিকেকে উদ্ধত ও অহঙ্কারী মনে হয়েছিল তাঁর। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, ‘ওর সঙ্গে আলাপটা বেশ মজার ছিল। হেয়ার কাট, ফ্ল্যামবয়েন্ট চালচলন খুব একটা পছন্দ হয়নি। বিরাটকে বেশ উদ্ধত মনে হয়েছিল। কিন্তু ওর সঙ্গে মেশার পর এই ভুল ভাঙে। ব্যক্তি বিরাটকে চিনতে পারি। ওর মতো মাটির মানুষ হয় না। এখন ফ্ল্যাশব্যাকে ফিরে প্রথম ভাবনার কথা মাথায় এলে হেসে লুটিয়ে পড়ি।’ উল্লেখ্য, ২০১১ সালে আরসিবি’তে যোগ দেন এবি ডি’ভিলিয়ার্স। 

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ