নজরে যাঁরা
শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার।
শক্তি
স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, সিকান্দর রাজার মতো একাধিক তারকা অলরাউন্ডারই মূল সম্পদ। এছাড়া ব্যাটিয়ে বড় ভরসা বলতে অধিনায়ক শিখর ধাওয়ান। প্রতিভাবান রাজ বাওয়ার হতে পারেন তুরুপের তাস। দলটির বোলিং বেশ শক্তিশালী। পেস বিভাগে সেরা অস্ত্র কাগিসো রাবাডা। প্রোটিয়া স্পিডস্টারের সঙ্গে নতুন বল শেয়ার করবেন অর্শদীপ সিং।
দুর্বলতা
চোটের জন্য জনি বেয়ারস্টো এবারের আইপিএলে খেলতে পারবেন না। ইংল্যান্ডের তারকা ওপেনারের ছিটকে যাওয়া ঘোরতর চিন্তায় ফেলেছে পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্টকে। ধাওয়ানের সঙ্গে কে ইনিংস শুরু করেন, সেটাই এখন দেখার। এছাড়াও ভাবনার বিষয় হল, রাহুল চাহার বাদে কোনও স্পেশালিস্ট স্পিনার না থাকা। সংশয় রয়েছে ধাওয়ানের নেতৃত্ব নিয়েও।
সম্ভাবনা
প্লে-অফে ওঠার আশা এবারও অত্যন্ত কম। তবে টি-২০’তে অনেক কিছুই হতে পারে।
সেরা পারফরম্যান্স: ২০১৪ সালে রানার্স।