বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নিখাতের চোখ প্যারিস ওলিম্পিকসে

নয়াদিল্লি: দিল্লিতে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে চমকে দিয়েছেন ভারতের মহিলা বক্সাররা। সব মিলিয়ে সোনা জিতেছেন চার বক্সার— নীতু ঘাংঘাস, সুইটি বোরা, নিখাত জারিন ও লাভলিনা বড়গোঁহাই। এর আগে মাত্র একবারই বিশ্ব বক্সিংয়ে চারটি সোনা পেয়েছিল ভারত, ২০০৬ সালে। সেবার মেরি কম, সরিতা দেবী, জেনি লালরেমলিয়ানি ও লেখা কেসি সোনা জিতেছিলেন। সেই সাফল্যকেই স্পর্শ করলেন নিখাত-লাভলিনারা। খুশিতে রবিবার রাতেই সোনাজয়ীদের নিয়ে এক পার্টির আয়োজন করে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া। ‘টিম ইন্ডিয়া’ লেখা কেকে ছুরি চালিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন নীতু, সুইটি, নিখাত ও লাভলিনা।
অনুষ্ঠানে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট অজয় সিং বলেন, ‘দ্রুত ২০২৪ প্যারিস ওলিম্পিকসের জন্য টিম বেছে নিতে চাইছি আমরা। বক্সারদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করাই লক্ষ্য।’
মেরি কমের পর দেশের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন নিখাত জারিন। দিল্লিতে রবিবার শেষ হওয়া প্রতিযোগিতায় দুরন্ত দাপটে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন তেলেঙ্গানার লড়াকু কন্যা। শরীরের ওজন কমিয়ে এবার তাঁকে নামতে হয় ৫০ কেজি ক্যাটাগরিতে। কারণ ওলিম্পিকসে মহিলাদের বক্সিংয়ে ৫২ কেজি বিভাগটি নেই। নতুন বিভাগে যোগদানের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাছাইয়ের মর্যাদা পাননি নিখাত। তা সত্ত্বেও নিজের জাত চিনিয়ে এসেছেন প্রথম রাউন্ড থেকেই। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, ‘বাছাইয়ের স্বীকৃতি না পাওয়ায় ছয়টি বাউট লড়তে হয়েছে আমাকে। ফাইনালে কিছুটা ক্লান্ত ছিলাম। তাই খেতাব জিতলেও পারফরম্যান্সে সন্তুষ্ট নই। এই আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারিস ওলিম্পিকসে পদক জেতাই এখন লক্ষ্য।’
ডিসেম্বরে এশিয়ান গেমসে নামবেন নিখাত। পরের বছর প্যারিসে রয়েছে ওলিম্পিকস। ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ২৬ বছর বয়সি মুষ্টিযোদ্ধার। তাঁর কথায়, ‘এশিয়ান গেমসে এই পারফরম্যান্স ধরে রাখতে চাই। তাহলেই নিশ্চিত হবে ওলিম্পিকসের টিকিট। আগামী দেড় বছর টেকনিক্যাল ব্যাপারের পাশাপাশি ওয়েট ম্যানেজমেন্টেও নজর রাখব।’

28th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ