বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

প্রিমিয়ার লিগ জিতে স্বপ্নপূরণ হরমনপ্রীতের

মুম্বই: স্বপ্ন হলেও সত্যি! মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এমনই মনে হচ্ছে হরমনপ্রীত কাউরের। নাটকীয় ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারানোর পর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বলেছেন, ‘এটা দুর্দান্ত অভিজ্ঞতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। ড্রেসিং-রুমে উপস্থিত সবার কাছেই এটা স্বপ্নের মতো লাগছে। ডব্লুপিএল শুরুর সময় অনেকেরই নানা প্রশ্ন ছিল। ট্রফি জিততে পেরে তাই গর্বিত বোধ করছি।’
১৩২ রানের লক্ষ্য তাড়া করছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শুরুতে চাপে পড়ে যায় তারা। চতুর্থ ওভারে ২৩ রানে দুই উইকেট হারানোর পর টেনশন গ্রাস করেছিল ব্র্যাবোর্নের গ্যালারিকে। হরমনপ্রীতের মতে, ‘আমাদের ব্যাটিং গভীরতা যথেষ্ট। দরকার ছিল শুধু নিজেদের মেলে ধরা। প্রত্যেকেই ইতিবাচক মানসিকতার পরিচয় দিয়েছে। এই মুহূর্ত আমাদের সকলের কাছেই স্পেশাল।’
ক্যাপ্টেন হিসেবে ট্রফি জেতার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে হরমনপ্রীতকে। তিনি বলেছেন, ‘অনেকদিন অপেক্ষা করেছি ক্যাপ্টেন হিসেবে ট্রফি হাতে তোলার জন্য। অতীতে অনেকবার খেতাবের কাছে পৌঁছেও তা হাতছাড়া হয়েছে। তবে সেই প্রতিযোগিতা ছিল আলাদা। এই আসরের সব দলেই ছিল ভারসাম্য। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’ ফাইনালে হরমনপ্রীতের সংগ্রহ ৩৭। তারপরই তিনি রান-আউট হন। এই ঘটনা অনেকের মনেই উস্কে দিয়েছে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান-আউটের স্মৃতি। হরমনপ্রীতের কথায়, ‘দুটো আউটই ছিল হতাশাজনক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে হাতে অনেক উইকেট ছিল। ফলে আত্মবিশ্বাসী ছিলাম। জিতে যাব বলে মনেও হয়েছিল। ক্যাপিটালসের বিরুদ্ধেও জেতা নিয়ে সংশয় ছিল না। আমি আউট হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী খেলেছে ন্যাট স্কিভার-ব্রান্ট।’ এই সাফল্যের রহস্য কী? তাঁর উত্তর, ‘আমরা ট্রফি নিয়ে ভাবিনি। কঠিন মুহূর্তগুলো জেতাই ছিল লক্ষ্য। জানতাম, তা হলেই ট্রফি আসবে।’
দিল্লির শিখা পাণ্ডে ও রাধা যাদবের লড়াই মুগ্ধ করেছে হরমনপ্রীতকে। অবিচ্ছিন্ন দশম উইকেটে ২৪ বলে দু’জনে যোগ করেছিলেন ৫২ রান। যা ভদ্রস্থ করে ক্যাপিটালসের স্কোরকে। হরমনপ্রীত বলেছেন, ‘ম্যাচের পর রাধাকে বলেছি, দেশের হয়েও এভাবে খেলতে হবে।’ কেমন হল উদ্বোধনী ডব্লুপিএল? তাঁর মূল্যায়ন, ‘একেবারেই একপেশে প্রতিযোগিতা হয়নি। পরের মরশুম নিশ্চিতভাবে আরও আকর্ষণীয় হবে।’

28th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ