বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে
তৈরি নেদারল্যান্ডস

 

প্যারিস: বিশ্বকাপ ফাইনালের হারের পর প্রথমবার মাঠে নামছে ফ্রান্স। শুক্রবার উয়েফা ইউরো কাপের বাছাই পর্বের গ্রুপ-বি’র ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ঘরের মাঠ, স্তেদ দ্যঁ ফ্রঁসেতে জয় তুলে নেওয়ায় লক্ষ্য ফরাসি-ব্রিগেডের। পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ স্মরণীয় করতে মরিয়া কিলিয়ান এমবাপেও।
গত ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনালে এমবাপের হ্যাটট্রিকের পরও স্বপ্নভঙ্গ হয় দিদিয়ের দেশঁ-ব্রিগেডের। তবে সেই ব্যর্থতা ভুলে ইউরো কাপে বাছাই পর্বে সেরা পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য কোম্যান-গ্রিজম্যানদের। আক্রমণভাগে ফ্রান্সকে এমবাপে ছাড়াও ভরসা জোগাচ্ছেন জিরু। এছাড়া বিশ্বকাপে প্লে-মেকারে ভূমিকায় দুরন্ত খেলেছিলেন গ্রিজম্যান। অন্যদিকে, ফ্রান্সকে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডসও। কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুই ফন গল। তাঁর উত্তরসূরি রোনাল্ড কোম্যান ইউরোর বাছাই পর্বে সেরা পারফরম্যান্স মেলে ধরতে তৈরি। ডাচদের আক্রমণভাগে ভরসা জোগাচ্ছেন মেম্ফিস ডিপে ও গাকপো। তবে চোটের কারণে তারকা মিডিও ফ্র্যাঙ্কি ডে জং এই ম্যাচে নেই। বাছাই পর্বের অন্যম্যাচে সুইডেনের বিরুদ্ধে নামবে বেলজিয়াম। চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ পোল্যান্ড।
 খেলা শুরু রাত ১-১৫ মিনিটে।

24th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ