বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

অস্ত্রোপচার হতে পারে শ্রেয়সের

নয়াদিল্লি: চোট বেশ গুরুতর। তাই শ্রেয়স আয়ারকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনই খবর ভাসছে ক্রিকেট মহলে। সেক্ষেত্রে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে, যা শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, বড় ধাক্কা হবে ভারতীয় দলের কাছেও। তবে কলকাতা নাইট রাইডার্স কিংবা বিসিসিআই— কোনও পক্ষই শ্রেয়সের অস্ত্রোপচারের ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। 
পিঠের পুরনো ব্যথা মাথা চাড়া দেওয়ায় আমেদাবাদ টেস্টের মাঝ পথেই হাসপাতালে ছুটতে হয়েছিল শ্রেয়সকে। তারপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানেই এতদিন চিকিৎসা চলছিল। ওষুধে তেমন সাড়া না মেলায় শ্রেয়সকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন বোর্ডের চিকিৎসরা।
দেশের মাটিতে বিশ্বকাপের আগে চোট সমস্যা বেশ বিপাকে ফেলেছে টিম ইন্ডিয়াকে। যশপ্রীত বুমরাহ আদৌ এই মেগা ইভেন্টে খেলতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থের বাইশ গজে ফেরা অনিশ্চিত। এরই মধ্যে শ্রেয়সের চোট কোচ রাহুল দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল। ওয়ান ডে ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন শ্রেয়স। মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংকে দিচ্ছিলেন ভরসা। আচমকাই সবকিছু ওলোট-পালোট করে দিল পিঠের পুরনো ব্যথা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়সের বিকল্প হিসেবে ভাবা হয়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু তিনটি ম্যাচেই তিনি শূন্য হাতে মাঠ ছাড়েন, যা দেখে অনেকেই হতাশ। আপাতত শ্রেয়সের বিকল্প খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ