বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চিপকে আজ ওয়ান ডে সিরিজের ফয়সালা 
স্পিন অস্ত্রে বাজিমাতের
পরিকল্পনা টিম ইন্ডিয়ার

চেন্নাই: গত চার বছরে ঘরের মাঠে একদিনের সিরিজ হারেনি ভারত। তবে হঠাৎই কঠিন চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া। আসলে বিশাখাপত্তনমে ভারতীয় দলের ব্যাটিং ভরাডুবি দেখার পর অনেকেই আস্থা হারিয়েছেন। বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়েছে কারও কারও। বিশ্বকাপের বছরে যা মোটেও শুভ সঙ্কেত নয়। খেলায় হার-জিত থাকেই। কিন্তু ঘরের মাঠে ১০ উইকেটে পরাজয় সত্যিই হজম করা কঠিন। ভারতীয় ক্রিকেটাররা বিলকুল জানেন, এই গ্লানি মুছতে গেলে বুধবার চিপকে চমকপ্রদ জয় উপহার দিতে হবে। তাতে সিরিজও আসবে ঘরে। তবে কাজটা সহজ নয় রোহিতদের। কারণ, দেশে ফেরার আগে মরণকামড় দিতে তৈরি অস্ট্রেলিয়াও। বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের ক্ষতে প্রলেপ দিতে ওয়ান ডে সিরিজকেই পাখির চোখ করেছেন স্টিভ স্মিথরা।
রবিবার মূলত স্টার্কের স্যুইংয়ের সামনে নতজানু হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল ইনিংস। চেন্নাইয়ে তেমন স্যুইং প্রত্যাশা না করাই ভালো। বরং অতীত পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতি দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ম্যাচের রাশ থাকবে স্পিনারদের হাতে। তাই তিন স্পিনার নিয়ে মাঠে নামার ভাবনায় ভারত। রবীন্দ্র জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা প্রবল। কারণ, দু’জনেই ভালো ব্যাট করতে পারেন। আর তৃতীয় স্পিনার হিসেবে লড়াইয়ে কুলদীপ যাদবের সঙ্গে ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল। 
বিশ্বকাপের কথা মাথায় এই সিরিজে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণের ফলে তা ভেস্তে গিয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের একেবারেই ছন্দে দেখাচ্ছে না।  সিরিজ জিততে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতেই হবে। ওপেনিং জুটিতে শুভমান গিল ও রোহিত শর্মাকে নিতে হবে বাড়তি দায়িত্ব। বড় মঞ্চের ব্যাটসম্যান বিরাট কোহলি। কঠিন সময়ে তাঁর ব্যাট ঝলসে উঠেছে বারবার। কিন্তু চলতি সিরিজে এখনও পর্যন্ত নিষ্প্রভ তিনি। ধোনির গড়ে তাই বিরাটের ধুন্ধুমার ব্যাটিং দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছেন সূর্যকুমার যাদব। পরপর দু’টি ম্যাচে শূন্য হাতে ফিরতে হয়েছে তাঁকে। উভয় ম্যাচেই প্রথম বলে ফিরেছেন তিনি। এর পরেও সূর্যর উপর দলের আস্থা থাকে কিনা, সেটাই দেখার। রোহিত যদিও তাঁকে খেলানোর কথাই মিডিয়ার সামনে বলেছেন। পরে ঝড় তোলার জন্য রয়েছেন হার্দিক পান্ডিয়া। দুই পেসার হতে পারেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।
উল্টোদিকে,অস্ট্রেলিয়ার ব্যাটিং রীতিমতো শক্তিশালী। গত ম্যাচে ভারতীয় বোলারদের তুলোধনা করেছিলেন মিচেল মার্শ ও ট্রাভিস। তাঁরা হয়তো এই ম্যাচেও ওপেন করবেন। ডেভিড ওয়ার্নার ফিট হয়ে প্রথম দলে এলে যদিও সমীকরণ বদলাতেই পারে। মিডল অর্ডারে মার্নাস লাবুশানে, স্মিথের মতো ব্যাটসম্যান বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। অস্ট্রেলিয়ার পেস আক্রমণও ধারালো। কিন্তু চিপকের পিচে অতিরিক্ত স্পিনার হয়তো খেলাতে চাইবে ক্যাঙারু বাহিনীও। সেক্ষেত্রে অ্যাডাম জাম্পার সঙ্গী হতে পারেন অ্যাস্টন অ্যাগর। তবে ফর্মে থাকা মিচেল স্টার্ক নতুন বলে খুবই বিপজ্জনক। এই তারকা অজি পেসারকে সহজভাবে খেলতে পারলেই বড় রান তোলার সম্ভাবনা প্রবল। 
 ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে।
 স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার। 

22nd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ