বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

অজি বধের চূড়ান্ত প্রস্তুতি শুরু বিরাট-রোহিতদের
কিপার নিয়ে জল্পনা ভারতীয় শিবিরে

নাগপুর: ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল টিম ইন্ডিয়া। কোচ রাহুল দ্রাবিড় রবিবার ‘রেস্ট ডে’ ঘোষণা করায় বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তবে সোমবার থেকে পূর্ণ উদ্যমে শুরু হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রস্তুতি। এর আগে গত কয়েকদিন ধরে সিভিল লাইন্স গ্রাউন্ডে ক্লোজড ডোর অনুশীলন করেছে ভারত। এদিন সকালে শহরের উপকন্ঠ জামথায় ভিসিএ স্টেডিয়ামে নেটে নেমে পড়ল রোহিত শর্মার দল।
অনুশীলনে হাসিখুশি দেখাল টিম ইন্ডিয়াকে। বিরাট কোহলি আড্ডায় মেতে উঠলেন সতীর্থদের সঙ্গে। অধিনায়ক রোহিতকে দেখা গেল বাঁ হাতে স্টান্স নিতে, যা নিয়ে চর্চা চলল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে কিপার হিসেবে প্রথম এগারোয় কে থাকবেন, তা নিয়ে জল্পনা কল্পনা থামছে না। ঋষভ পন্থের অনুপস্থিতিতে শ্রীকর ভরতের দাবি জোরালো বলেই মনে করছেন অনেকে। ঋদ্ধিমান সাহাকে ছেঁটে ফেলে তাঁকেই পন্থের বিকল্প কিপার হিসেবে গড়ে তোলার কথা আগে জানানো হয়েছিল নির্বাচকদের তরফে। কিন্তু তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন রয়েছে কোনও কোনও মহলে। সাদা বলের ক্রিকেটে কিপার হিসেবে নিয়মিত হয়ে ওঠা ঈশান কিষান সেজন্যই উঠে আসছেন আলোচনায়। ওডিআই ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিকের ব্যাটিং প্রতিভা নিয়ে সংশয় নেই। তবে সম্প্রতি ব্যাট হাতে ভরসা দিতে পারেননি তিনি। এই আবহে লোকেশ রাহুলের নাম ভাসছিল কিপার হিসেবে। একদিনের ক্রিকেটে তিনি কিপিং করেন। কিন্তু টেস্টের আসরে তাঁকে স্টাম্পের পিছনে দেখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। টেস্টে বিশেষজ্ঞ কিপার খেলানোই রীতি। সেই দৃষ্টিকোণে শ্রীকর ভরতের অভিষেক হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এদিনও ভারতের নেটে ঈশানকে দেখা গিয়েছে গ্লাভস হাতে। তাই তাঁর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ