বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

অশ্বিনই গড়বে সিরিজের
ভবিষ্যৎ, দাবি রবি শাস্ত্রীর

নাগপুর: রবিচন্দ্রন অশ্বিনের ফর্মই ঠিক করবে ভারত বনাম অস্ট্রেলিয়ার বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজের ভবিষ্যৎ। এমনই মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তবে পরিকল্পনা নিয়ে ভারতীয় অফস্পিনারটির বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই বলে জানিয়েছেন তিনি।
শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ায় দু’বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘অশ্বিন যেন স্ট্র্যাটেজি নিয়ে বেশি মাথা না ঘামায়। নিজের ছন্দে বল করলেই সাফল্য পাবে। ওর ফর্মই ঠিক করবে সিরিজের গতিপথ। যে কোনও কন্ডিশনেই ও বিশ্বমানের একজন বোলার। ভারতীয় কন্ডিশনে তো রীতিমতো বিধ্বংসী মূর্তি ধারণ করে। পিচ থেকে সহায়তা পেলে কিংবা বল ঘুরতে শুরু করলে সব ব্যাটাসম্যানকেই ও সমস্যায় ফেলার ক্ষমতা ধরে। অশ্বিন হল একটা প্যাকেজের মতো। কার্যকরী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হতে গুরুত্বপূর্ণ রানও করে দেবে।’ 
অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে পছন্দ শাস্ত্রীর। তাঁর মতে, ‘জাদেজা ও অক্ষর প্যাটেল একই ধরনের স্পিনার। কুলদীপ অনেকটাই আলাদা। টস হেরে প্রথম দিন বল করতে হলে এমন কাউকে দরকার যে বিপক্ষকে চাপে ফেলবে। আর বল ঘোরানোর জন্য পিচের সহায়তার প্রয়োজন পড়ে না কুলদীপের।’
মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের মতো আক্রমণাত্মক ব্যাটারের প্রয়োজন রয়েছে বলেও অভিমত শাস্ত্রীর। তাঁর কথায়, ‘সূর্য প্রো-অ্যাকটিভ। ও খুচরো রানেও নজর দেয়। ভারতীয় কন্ডিশনে সাফল্যের জন্য বিপক্ষ বোলারদের মাথায় চড়তে দিলে হবে না। দ্রুত ৩০-৪০ রানও অনেক সময় ফারাক গড়ে দেয়। ঘূর্ণি পিচে তেমন ব্যাট করার ক্ষমতা রয়েছে সূর্যর।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির টেস্টে পঞ্চাশ ছুঁইছুঁই গড়ের কথাও মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী। বলেছেন, ‘ও নিশ্চিতভাবেই উদ্দীপ্ত থাকবে। সিরিজের প্রথম দুই ইনিংসের মধ্যেই বড় রান করতে চাইবে। বিরাট একবার ছন্দ পেয়ে গেলে সিরিজ জুড়ে ভোগাবে অজিদের।’ কিন্তু ভারতের কিপার হিসেবে কাকে দেখা যাবে? শাস্ত্রী টিম ম্যানেজমেন্টের উপরই ছেড়েছেন সিদ্ধান্তটা। বলেছেন, ‘ঋষভ পন্থ না থাকাটা বড় ক্ষতি। সম্প্রতি পন্থের মতো এত ম্যাচ জেতানো ইনিংস ভারতের প্রথম পাঁচ ব্যাটারের কেউ খেলেনি। কিন্তু কিছু করার নেই। এই সিরিজে পিচে বল ঘুরবে। তাই দক্ষ কিপারকে খেলানো উচিত। ঈশান কিষান নাকি ভরত, কে খেলবে তা দলই বেছে নিক।’

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ