বার্সেলানা: লা লিগার খেতাবি দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আরও কিছুটা পিছনে ফেলল বার্সেলোনা। রবিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেভিয়াকে হারানোয় এখন করিম বেনজেমাদের সঙ্গে জাভি-ব্রিগেডের পয়েন্টের ব্যবধান আট। কুড়িতম রাউন্ডের পর শীর্ষে থাকা কাতালন ক্লাবটির পয়েন্ট ৫৩। রিয়াল মাদ্রিদের ৪৫। এদিন স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে জর্ডি আলবা, গাভি ও রাফিনহা।
কোচ জাভির তত্ত্বাবধানে চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। ইতিমধ্যেই স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে তারা। পরিসংখ্যান বলছে, মরশুমে প্রথম ১০টি লিগ হোম ম্যাচে সবচেয়ে কম গোল হজমের নিরিখে পেপ গুয়ার্দিওলার রেকর্ড ছাপিয়ে গেলেন জাভি। উল্লেখ্য, ২০১১-১২ মরশুমে পেপের অধীনে প্রথম ১০ ম্যাচে মাত্র দু’টি গোল হজম করেছিল বার্সা। এবার মাত্র একবার পরাস্ত হয়েছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। স্বাভাবিকভাবে দলের এই দুরন্ত ফর্মে স্বস্তিতে ক্লাব সমর্থকরা। তবে কোচ জাভি আত্মতুষ্ট হতে নারাজ। তিনি বলেন, ‘আমরা সুবিধাজনক জায়গায় আছি ঠিকই, তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। এখনও অনেকটা পথ পেরতে হবে। রিয়ালের সঙ্গে এই মুহূর্তে ব্যবধান আট পয়েন্টের। এই সুবিধা বজায় রাখার জন্য ধারাবাহিকতার প্রয়োজন।’
রবিবার চোটের কারণে দলে ছিলেন না ডেম্বেলে। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি। প্রথমার্ধে বেশ কয়েকবার প্রতিপক্ষ বক্সে হানা দিয়েও গোলের মুখ খুলতে ব্যর্থ লিওয়ানডস্কিরা। তবে দ্বিতীয়ার্ধে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন জর্ডি আলবা। প্রতিপক্ষ বক্সে জটলার মধ্যে দিয়ে বল বাড়ান ফ্র্যাঙ্ক কেসি। যা থেকে বাঁ পায়ের আড়াআড়ি শটে জাল কাঁপান স্প্যানিশ লেফট উইংব্যাক (১-০)। এরপর ৭০ মিনিটে ব্যবধান বাড়ান গাভি। বাঁদিক থেকে রাফিনহার ক্রস থেকে বিনা বাঁধায় বল জালে জড়ান তিনি (২-০)। আর ৯ মিনিট বাদেই সেভিয়া কফিনে শেষ পেরেকটি পোঁতেন রাফিনহা (৩-০)।