বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দুই প্রাক্তনীর কাছে হার
এটিকে মোহন বাগানের

সঞ্জয় সরকার, কলকাতা: 

মোহন বাগান- ১   :      বেঙ্গালুরু- ২ (দিমিত্রি)                   (জাভি, কৃষ্ণা)

এ যেন ঠিক কাঁটা দিয়ে কাঁটা তোলা! দুই প্রাক্তন ফুটবলার জাভি হার্নান্ডেজ ও রয় কৃষ্ণার গোলে আইএসএলে বেঙ্গালুরু এফসির কাছে প্রথমবার হারল এটিকে মোহন বাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফেরান্দোর দলকে ২-১ ব্যবধানে বশ মানিয়ে টানা পাঁচ ম্যাচে জিতল বাগিচা শহরের দলটি। মোহন বাগানের একমাত্র গোলদাতা দিমিত্রি পেত্রাতোস। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল বিএফসি। আর হেরে চার নম্বরেই রইল মোহন বাগান (১৬ ম্যাচে ২৭ পয়েন্ট)।
বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত  থাকার পরিসংখ্যান অক্ষত রেখে প্লে-অফের দিকে আরও কিছুটা এগিয়ে যাওয়াই ছিল মোহন বাগানের লক্ষ্য। কিন্তু ফেরান্দোর সেই পরিকল্পনা বিফলে গেল। মাঝমাঠে হুগো বোমাসের অভাব শুরু থেকেই পরিলক্ষিত হয় প্রীতমদের খেলায়। ফরাসি মিডিওর পরিবর্তে দলে আসা ফেডেরিকো গালেগোকে খুঁজেই পাওয়া যায়নি। চূড়ান্ত হতাশ করলেন লিস্টন কোলাসো। আপফ্রন্টে দিমিত্রি একাই শুরু থেকে লড়ে গেলেন। আশিস রাই দূরপাল্লার শটে বেশ কয়েকবার প্রতিপক্ষ গোলরক্ষককে বিব্রত করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বরং বেঙ্গালুরুর খেলায় তাগিদ ছিল অনেক বেশি। উইং নির্ভর ফুটবলকে হাতিয়ার করে প্রতিপক্ষে বক্সে হানা দেন রয় কৃষ্ণারা। চাপের মুখে বারবার মিস পাস করতে থাকেন বাগান ডিফেন্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩১ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল শিবশক্তির সামনে। তবে সঠিক সময়ে গোল ছেড়ে বেরিয়ে এসে দলের নিশ্চিত পতন আটকান সবুজ-মেরুনের দুর্গপ্রহরী কেইথ। এই পর্বে নিশ্চিত লাল কার্ড থেকে রেহাই পান সন্দেশ ঝিঙ্ঘান। প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে বেঙ্গালুরুর ডিফেন্ডারটি সরাসরি হাত দিয়ে বল থামালেও কোনও কার্ড দেখাননি রেফারি।
বিরতির পরেও দু’দলের খেলায় খুব একটা পরিবর্তন ঘটেনি। ৬৩ মিনিটে অবশ্য সুবর্ণ সুযোগ নষ্ট করেন গালেগো। ৭৪ মিনিটে লিস্টনের দূরপাল্লার শট বিপন্মুক্ত করেন গুরপ্রীত। তবে মিনিট চারেক বাদেই ২০ হাজারের যুবভারতীতে শ্মশানের নিস্তবদ্ধতা বয়ে আনেন জাভি হার্নান্ডেজ। বাঁ প্রান্ত থেকে রোশন সিংয়ের ভাসানো ক্রসে বাঁ পায়ে ড্রপ ভলিতে জাল কাঁপান এই স্প্যানিশ মিডিও (১-০)। পুরানো দলের বিরুদ্ধে স্কোরশিটে নাম তুলে অবশ্য কোনওরকম উচ্ছ্বাস দেখাননি তিনি।
গোল হজম করতেই জোড়া পরিবর্তন আনেন ফেরান্দো। আপফ্রন্টে দুই তরুণ তুর্কি ফারদিন আলি ও কিয়ান নাসিরিকে নামান তিনি। তবে গ্লেন উঠতেই মোহন বাগানের মাঝমাঠ আরও ছন্নছাড়া হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে সংযোজিত সময়ের শুরুতে রয় কৃষ্ণার গোল বেঙ্গালুরুর জয় নিশ্চিত করে (২-০)। তবে মিনিট দু’য়েক বাদেই ব্যবধান কমান দিমিত্রি (২-১)। 
এটিকে মোহন বাগান: বিশাল, আশিস (কিয়ান), হামিল, প্রীতম, শুভাশিস, ম্যাকহাগ, গ্লেন (ফারদিন), লিস্টন, গালেগো, মনবীর, দিমিত্রি।

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ