বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

১০ ফেব্রুয়ারি শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ
টপ অর্ডারের উপর নির্ভর করছে
ভারতের সাফল্য: মিতালি রাজ

 

নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকে কাঠি পড়বে আইসিসি’র এই মেগা টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি শ্রীলঙ্কা। ভারত অভিযান শুরু করবে ১২ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে স্মৃতি মান্ধানাদের খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। উল্লেখ্য, ক’দিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল বিশ্বকাপ জিতেছিল। এবার সিনিয়রদের পালা। এই প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপে ভারতের সাফল্য নির্ভর করছে টপ ওর্ডার ব্যাটিংয়ের উপর।
কিংবদন্তি মিতালির কথায়, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারাতে ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে হবে। তার জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে। হরমনপ্রীত কাউর ছন্দে আছে। বাকি ব্যাটারদেরও ওকে সঙ্গত করতে হবে। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সুবাদে দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে পরিচিত শেফালি ও রিচারা। এই দু’জনের ইনপুট খুব কাজে দেবে দলকে।’ শিখা পাণ্ডে ছাড়া ভারতের বোলিং বেশ অনভিজ্ঞ। এই প্রসঙ্গে মিতালির বক্তব্য, ‘বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক সময়ই কাজে লাগে। সেদিক থেকে বোলারদের কাছে কঠিন পরীক্ষা।’
অস্ট্রেলিয়াকেই ফেভারিট বেছে নিলেন মিতালি। তাঁর কথায়, ‘ওদের ব্যাটিং খুবই শক্তিশালী। লোয়ার অর্ডারও ম্যাচ বের করে দিতে সক্ষম। তাই আমি অজিদের এগিয়ে রাখছি।  নক-আউট স্টেজে ভারত ও ইংল্যান্ডও খেলবে বলে আশা করছি।’
এদিকে, মহিলা আইপিএলের নিলাম হতে চলেছে ১৩ ফেব্রুয়ারি। মিতালি রাজকে গুজরাত টাইটান্সের মেন্টর ও অ্যাডভাইজারের ভূমিকায় দেখা যাবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মহিলাদের আইপিএল বোর্ডের খুবই বড় পদক্ষেপ। এতে মহিলা ক্রিকেটাররা আর্থিক দিক থেকে সুবিধা পাবে। তরুণ প্রজন্ম ঝুঁকবে ক্রিকেটের প্রতি। উঠে আসবে নতুন প্রতিভা। যা আখেরে ভারতীয় দলকেই শক্তিশালী করবে।’

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ