বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নাগপুর টেস্টে নেই
জস হ্যাজলউড

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। বাঁ পায়ের চোটের জন্য নাগপুর টেস্ট থেকে কার্যত ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জস হ্যাজলউড। যা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এমনকী, নয়াদিল্লিতে ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা অনিশ্চিত।
হ্যাজলউডের অনুপস্থিতিতে স্কট বোল্যান্ডের খেলা নিশ্চিত বলে মনে করছে ক্রিকেট মহল। এর আগে কখনও বিদেশে টেস্ট খেলেননি তিনি। তবে অস্ট্রেলিয়ায় ছয় টেস্টে ১২.২১ গড়ে ২৮ উইকেট রয়েছে তাঁর। তবে প্যাট কামিন্সের দল প্রথম টেস্টে মিচেল স্টার্ককেও পাচ্ছে না। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও রয়েছে সংশয়। মনে করা হচ্ছিল যে কামিন্স-হ্যাজলউডই নতুন বল ভাগ করে নেবেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে নতুনভাবে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে অজিদের।
উল্লেখ্য, জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত সিডনি টেস্টে বল করার সময় চোট পেয়েছিলেন হ্যাজলউড। স্যাঁতসেঁতে রানআপের কারণেই তাঁর চোট লাগে বলে মনে করা হচ্ছে। ৩২ বছর বয়সি পেসার বলেছেন, ‘প্রচুর বৃষ্টির পর আমরা বল করতে নেমেছিলাম। রান-আপে লাফ দেওয়ার জায়গাটা নরম ছিল। সেই কারণে চোট পেয়েছিলাম। আমার শরীর তখন ওই ধরনের ধকল নেওয়ার মতো ছিল না।’ রবিবার বেঙ্গালুরুর অদূরে আলুরে নেট করার পর হ্যাজলউড আরও বলেন, ‘প্রথম টেস্টে খেলা নিয়ে আমার নিজেরই সংশয় রয়েছে। তবে এখনও দিন কয়েক বাকি। আর প্রথম টেস্টের ঠিক পরেই দ্বিতীয় টেস্ট। দেখা যাক, শরীর কেমন থাকে। এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর দিয়েছি। আসলে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে সারেনি চোট।’ 
সোমবার বেঙ্গালুরু থেকে নাগপুরের উড়ান ধরছেন কামিন্সরা। মঙ্গলবার সেখানে বাইশ গজের সঙ্গে পরিচিত হবেন স্টিভ স্মিভ, ডেভিড ওয়ার্নাররা। সেদিনই নেটে হ্যাজলউড দেখে নিতে চাইছেন নিজের অবস্থা। অবশ্য অতীতে তাঁর চোটের জন্য টেস্ট না খেলার অজস্র উদাহরণ রয়েছে। গত দুই বছরে খেলেছেন মোটে চারটি টেস্ট। এবং কোনও সিরিজেই সবগুলো টেস্ট খেলতে পারেননি। তাঁর কথায়, ‘এটা রীতিমতো হতাশাজনক। ভারতের বিরুদ্ধে এই সিরিজেও সব ম্যাচ খেলতে পারছি না। চার টেস্ট মানে রীতিমতো লম্বা সময়। তাছাড়া এই বছর অ্যাসেজও রয়েছে। তবে আমি খেলতে না পারলে বোল্যান্ড রয়েছে। ও মেলবোর্নের পাটা পিচেও বল করেছে। জানে এই ধরনের পিচে কীভাবে বোলিং করলে সাফল্য মেলে।’
এদিকে, নেটে নজর কাড়লেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি বাঁ হাতি ব্যাটসম্যান। কিন্তু প্র্যাকটিসের সময় তাঁকে দু’হাতেই ব্যাট করতে দেখা গেল।

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ