বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

লিগে হার রিয়াল মাদ্রিদের

মাদ্রিদ: খেতাবি লড়াইয়ের দৌড়ে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। রবিবার লা লিগায় ঘরের মাঠে কার্লো আনসেলোত্তির দলকে ১-০ ব্যবধানে হারাল মায়োরকা। ১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি অবশ্য আত্মঘাতী। যা করেন রিয়াল ডিফেন্ডার নাচো। সমতায় ফেরানোর সুযোগ অবশ্য রিয়াল কম পায়নি। তার মধ্যে সহজতম ছিল পেনাল্টি। যা মিস করেন মার্কো আসেন্সিও। পরাজয়ের ফলে ২০ ম্যাচের পর ৪৫ পয়েন্টেই আটকে থাকল তারা। লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রয়েছে আনসেলোত্তির দল। অন্যদিকে, ১৯ ম্যাচে ৫০ পয়েন্টে শীর্ষে থাকা জাভির বার্সেলোনা অনেকটাই এগিয়ে রয়েছে।
এদিন খেলা শুরুর আগেই বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যান তারকা গোলরক্ষক কুর্তোয়া। তাঁর জায়গায় খেলেন লুনিন। চোটের কারণে করিম বেনজেমা আবার স্কোয়াডেই ছিলেন না। তাই ভিনিসিয়াস জুনিয়র ও মার্কো আসেন্সিওর সঙ্গে আপফ্রন্টে রড্রিগোকে খেলান রিয়াল কোচ। তবে আক্রমণভাগে অভিজ্ঞ  স্ট্রাইকার বেনজেমার অভাব পূরণে ব্যর্থ ব্রাজিলিয়ান তরুণ। শুরু থেকেই ছন্নছাড়া দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। ১৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। বাঁদিক থেকে রড্রিগেজের ভাসানো ক্রস রিয়াল ডিফেন্ডার নাচোর মাথায় লেগে জালে জড়ায় (১-০)। অবশ্য ৫৯ মিনিটে সমতায় ফেরার দুর্দান্ত সুযোগ পেয়েছিল আনসেলোত্তি –ব্রিগেড। দলকে পেনাল্টি আদায় করে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন আসেন্সিও। অবশিষ্ট সময়েও হয়নি গোল।
এদিকে, প্রিমিয়ার লিগে রবিবার টটেনহ্যাম ১-০ ব্যবধানে হারাল ম্যান সিটিকে। জয়সূচক গোলটি হ্যারি কেনের।

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ