বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজই টি-২০ সিরিজ দখলে চোখ কিউয়িদের
ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া

লখনউ: কদিন আগেও টিম ইন্ডিয়াকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। ওডিআই সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা। তবে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সেই ঝাঁঝ হঠাৎ উধাও। শুক্রবার কিউয়িদের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে নেতা হার্দিক পান্ডিয়া। রবিবার লখনউয়ে মরণ-বাঁচন লড়াইয়ে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতের।
টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারকাদের অনুপস্থিতিতে কিউয়ি স্পিনারদের সামনে রীতিমতো খাবি খেয়েছে ভারতীয় তরুণ ব্রিগেড। ওডিআই সিরিজের ফর্ম টি-২০’তে বজায় রাখতে ব্যর্থ শুভমান গিলও। তবে বড় চিন্তার কারণ ঈশান কিষান ও দীপক হুদার ব্যর্থতা। বাংলাদেশে দ্বিশতরানের পর আর বড় রান পাননি ঈশান। ওডিআই ও টি-২০ মিলিয়ে শেষ সাত ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩৭, ২, ১, ৫, ৮, ১৭ ও ৪। এমনটা চলতে থাকলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ হারাবেন তিনি। আর দীপক হুদা তো না হোমে, না যজ্ঞে! লোয়ার মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে ব্যর্থ তিনি। বল হাতেও তথৈবচ। কার্যত একই অবস্থা রাহুল ত্রিপাঠিরও। শুক্রবার খাতাই খুলতে পারেননি তিনি। ছন্দে নেই ক্যাপ্টেন হার্দিকও। তবে টি-২০’তে স্বপ্নের ফর্ম ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। রাঁচিতে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস উপহার দেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আর গত ম্যাচে ভারতের বড় প্রাপ্তি অবশ্যই ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। রবিবার সিরিজে সমতা ফেরাতে এই দু’জনের দিকেই তাকিয়ে থাকবে দল। পাশাপাশি শুভমান-ঈশান ওপেনিং জুটির রানে ফেরার আশায় থাকবেন ক্যাপ্টেন হার্দিক। লখনউয়ের পিচে ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই রবিবার প্রথম একাদশে আসতে পারেন পৃথ্বী সাউ। সেক্ষেত্রে বসানো হবে ত্রিপাঠি বা হুদাকে।
ভারতের দুই উঠতি পেসার অর্শদীপ সিং এবং উমরান মালিক গত ম্যাচে চরম হতাশ করেছেন। তবুও দ্বিতীয় ম্যাচে বাংলার মুকেশ কুমারের অভিষেকের সম্ভাবনা কম। হয়তো উমরান-অর্শদীপের উপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। তবে বল হাতে কুলদীপ যাদবের দুরন্ত ফর্ম ভরসা জোগাচ্ছে দলকে।  
অন্যদিকে, সব বিভাগেই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। লখনউয়ে সেই ফর্ম ধরে রেখে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য টম লাথামদের। কিউয়িদের ব্যাটিংয়ে প্রধান স্তম্ভ ডেভন কনওয়ে। এছাড়া ড্যারিল মিচেলও রানের মধ্যে রয়েছেন। বোলিংয়ে স্পিনের ভেল্কি দেখাচ্ছেন স্যান্টনার, ব্রেসওয়েল ও ঈশ সোধি ত্রয়ী।
 খেলা শুরু সন্ধ্যা ৭টায়। 
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ