বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ধারাভাষ্যকারদের বিঁধলেন রোহিত

মুম্বই: ইদানীং একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। মাঝে মধ্যেই মেজাজ হারাচ্ছেন। আসলে দল খারাপ খেললে অধিনায়ক হিসেবে তাঁকেই যে সবচেয়ে বেশি সমালোচনা হজম করতে হয়। তাই কোথাও কোনও ত্রুটি চোখে পড়লেই সতর্ক করার চেষ্টা করেন সতীর্থদের। তবে মাঠের বাইরের কোনও বিষয়ে রোহিত শর্মাকে সেভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলার পরেও তাঁর মেজাজ ছিল তিরিক্ষি। বেজায় চটেছেন সম্প্রচারকারী চ্যানেলের উপর। কারণ, হিটম্যান সেঞ্চুরি হাঁকানোর পর ধারাভাষ্যকাররা বলেন, তিন বছর পর একদিনের ক্রিকেটে শতরান পেলেন রোহিত। তথ্যটা একেবারেই সঠিক নয় বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন ভারত অধিনায়ক। তাঁর যুক্তি, ‘বিষয়টি যেভাবে দেখানো হচ্ছে, সেটা সঠিক নয়। তিন বছরে আমরা কয়টি একদিনের ম্যাচ খেলেছি, সেটা সবার আগে দেখতে হবে। এমনিতেই ২০২০ সালে কোভিডের কারণে সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটই হয়নি। তার উপর আমার চোট ছিল। বেশ কিছুটা সময় থাকতে হয়েছিল দলের বাইরে। তিন বছরের হিসেবে ১৭টি ওয়ান ডে’র মধ্যে আমি খেলেছি ১২টিতে। অর্থাৎ ম্যাচের সংখ্যা খুবই কম। তাই তিন বছর পর শব্দটা বড় বেশি কানে লাগছে। মনে হবে, অনেকদিন আমি শতরান পাইনি। সম্প্রচারকারী চ্যানেলের উচিত সঠিক তথ্য তুলে ধরা। ভুল পরিসংখ্যান পরিবেশনে বিভ্রান্তি ছড়ায়। গত বছর আমরা জোর দিয়েছিলাম টি-২০ ক্রিকেটে। আমাদের দলের মধ্যে একমাত্র সূর্যকুমার যাদবই দু’টি শতরান করেছিল। আর কেউ নেই তালিকায়।’
ওয়ান ডে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডকে টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই ফের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
এদিকে, ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজ হবে দুই দেশের মধ্যে। এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন রোহিত শর্মাও। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে তা খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যশপ্রীত বুমরাহ খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ভারত অধিনায়কও কোনও আশার কথা শোনাতে পারেননি। তিনি বলেছেন, ‘বুমরাহকে নিয়ে আমার কাছে পুরো তথ্য নেই। তবে ওকে প্রথম দুই টেস্টে পাওয়ার আশা করছি না। ওর রিহ্যাব শুরু হয়েছে। তাই শেষ দু’টি টেস্টে খেলতেও পারে। তবে সব কিছুই নির্ভর করবে ফিটনেসের উপর। আমরা কোনও ঝুঁকি নেব না।’

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ