বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

স্তেফানিরা বড় স্বপ্ন দেখাচ্ছেন

কণিকা বর্মন: গত সপ্তাহে আমরা পোল্যান্ড-মেক্সিকো ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে দেখেছিলাম ফ্রান্সের ৩৮ বছরের মহিলা রেফারি স্তেফানি ফ্রাপার্টকে। বৃহস্পতিবার জার্মানি-কোস্টারিকা ম্যাচে তাঁকে আরও বড় দায়িত্বে দেখা গেল। বিশ্বকাপের মতো আসরে পুরুষদের ম্যাচে একজন মহিলা রেফারির দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের। স্তেফানি ফ্রাপোর্ট তাই আমাদের মতো ফিফা এলিট প্যানেলে থাকা রেফারিদের স্বপ্ন দেখাচ্ছেন। হয়ে উঠছেন অনুপ্রেরণা।
রেফারিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার পর সকলেই চায় ফিফা এলিট প্যানেলে স্থান করে নিতে। ২৯ বছর বয়সেই সেই লক্ষ্যে পৌঁছেছি। এখন আমি চাইছি অন্তত ছেলেদের এশিয়া কাপে দায়িত্ব পেতে। সেখানে ভালো পারফর্ম করতে পারলে আরও বড় মঞ্চে সুযোগ পাওয়ার পথ খুলে যাবে। ঠিক যেভাবে উয়েফা পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতায় দক্ষতার সঙ্গে নিজের কাজটা করার সুবাদেই স্তেফানি ফ্রাপোর্ট বিশ্বকাপের মতো মঞ্চে এত বড় দায়িত্ব পেয়েছেন। আরও কয়েকজন মহিলা রেফারি অনুপ্রাণিত করেন আমাকে। যেমন ব্রাজিলের নেউজা বাক। জার্মানি-কোস্টারিকা ম্যাচে মহিলা রেফারিরা পোস্টিং পাওয়ায় চর্চা হচ্ছে। কিন্তু আমার মাধ্যমে কলকাতা ফুটবলে এই রেওয়াজ চালু হয়েছে প্রায় ১০ বছর আগে। ২০১১ সালে বাবার উৎসাহে কলকাতায় এসেছিলাম পেশাদার রেফারি হব বলে। ২০১১ সালে সিআরএর গ্রিন প্রজেক্ট থেকে ধাপে ধাপে আমাকে তুলে আনেন প্রদীপ নাগ, উদয়ন হালদাররা। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের ম্যাচ খেলিয়েছিলাম। 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ